Advertisement
Advertisement
Mohun Bagan Election

ঘোষিত মোহনবাগান নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ, এখনও জানা গেল না ভোটের সময়সূচি

কবে থেকে শুরু মনোনয়ন পত্র জমা দেওয়া?

Date and others details announced for Mohun Bagan Election nomination filing
Published by: Arpan Das
  • Posted:May 26, 2025 9:44 pm
  • Updated:May 26, 2025 9:44 pm   

প্রসূন বিশ্বাস: ঘোষিত হয়ে গেল মোহনবাগান নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ। সোমবার মোহনবাগান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় মনোনয়ন পত্র জমা দেওয়া-সহ যাবতীয় খুঁটিনাটি জানিয়ে দেন। তবে নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

Advertisement

এদিন তিনি জানান, আগামী ২৮ মে মনোনয়ন জমা দেওয়ার নোটিস দেওয়া হবে। ২৯ মে থেকে ৯ জুন পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হবে। দুপুর ১টা থেকে ৫টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মাঝে রবিবার ও ইদের ছুটির জন্য ১, ৬, ৭, ৮ জুন প্রক্রিয়াটি বন্ধ থাকবে। এরপর ১০ ও ১১ জুন স্ক্রুটিনি হবে। মাঝে ১২ ও ১৩ জুন মনোনয়ন পত্র প্রত্যাহার করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে এখনও নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল সোমবার থেকেই মনোনয়ন পত্র দেওয়ার কাজ শুরু হতে পারে। সেই প্রক্রিয়া চলবে ২ জুন পর্যন্ত। ৩ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। যদিও আগের ঘোষণার পুরোটাই ছিল সম্ভাবনা। মোহনবাগান নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৮১৮। এই বিরাট সংখ্যক ভোটদাতাকে নিয়ে নির্বাচন প্রক্রিয়া ত্রুটিমুক্ত রাখতে মোহনবাগান নির্বাচন বোর্ড বদ্ধপরিকর। যে কারণে তাঁরা সময় চেয়েছিলেন।

বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন, “আমরা নিরাপত্তার দিক নিয়ে বেশি নজর দিচ্ছি। মনোনয়ন পেপার, ব্যালট পেপার সবদিকেই নজর দেওয়া হচ্ছে। নির্বাচনটা ত্রুটিমুক্ত করতে চাই যাতে কেউ আঙুল তুলতে না পারে। তার জন্যই একটু সময় লাগছে।” অবশেষে ঘোষিত হল মোহনবাগান নির্বাচনের মনোনয়ন পত্র বিষয়ক যাবতীয় খুঁটিনাটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ