সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই হাসপাতালে ভর্তি হলেন ডেভিড বেকহ্যাম। কিংবদন্তি ফুটবলারের হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। তবে হাসপাতালে থাকলেও হাসিমুখে দেখা গিয়েছে সদ্য নাইটহুড পাওয়া তারকাকে। তবে হাসপাতালে থাকা বেকহ্যামের দ্রুত আরোগ্য কামনায় ব্যস্ত তাঁর স্ত্রী-সন্তানরা।
কেন আচমকা হাসপাতালে নিয়ে যেতে হল বেকহ্যামকে? আসলে ২২ বছর আগে ডান হাতের কবজি ভেঙেছিল ইংরেজ তারকার। আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল ইংল্যান্ড। সেই ম্যাচেই তাঁর হাত ভাঙে। প্রচুর ব্যান্ডেজ বেঁধেই খেলেছিলেন বেকহ্যাম। পরে হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করিয়ে একটি স্ক্রু বসানো হয় বেকহ্যামের হাতে। সময়ের সঙ্গে ওই স্ক্রুটি দেহের সঙ্গে মিশে যাওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।
সম্প্রতি একটি এক্স রে’তে ধরা পড়ে এই সমস্যাটি। তাই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে বেকহ্যামকে, যেন ওই স্ক্রুটি অস্ত্রোপচার করে বের করে দেওয়া যায়। ভিক্টোরিয়ার পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, স্লিং ব্যাগের ভিতরে বেকহ্যামের হাত রয়েছে। তবে তারকা ফুটবলারের অস্ত্রোপচার হয়ে গিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে স্বামীর দ্রুত আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় ভিক্টোরিয়া লিখেছেন, ‘গেট ওয়েল সুন ড্যাডি’। একই কথা লেখা ব্রেসলেটও দেখা গিয়েছে বেকহ্যামের হাতে।
সূত্র মারফত জানা গিয়েছে, স্ক্রু’টির কারণে দীর্ঘদিন ধরেই হাতে ব্যথা অনুভব করতেন বেকহ্যাম। সেটা সহ্য করেও স্বাভাবিক জীবনযাপন চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি সেই যন্ত্রণা অনেকটা বেড়ে গিয়েছে। তাই অস্ত্রোপচার করে স্ক্রু বাদ দিতে হবে। উল্লেখ্য, চলতি মাসেই নাইটহুড পেয়েছিলেন বেকহ্যাম। তিনি যে এই সম্মান পাচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল। অবশেষে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে স্বীকৃতি পেয়েছেন প্রাক্তন ইংরেজ ফুটবলার। ফুটবল জগতে তো বটেই, পরবর্তীকালে সমাজসেবার কাজেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন বেকহ্যাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.