Advertisement
Advertisement
David Beckham

ফুটবলের ‘গ্ল্যামার বয়’ থেকে ‘স্যর’, নাইটহুড পেলেন বেকহ্যাম

রাজা তৃতীয় চার্লসের হাত থেকে স্বীকৃতি পেলেন প্রাক্তন ইংরেজ ফুটবলার।

David Beckham gets Knighthood from King Charles
Published by: Arpan Das
  • Posted:June 14, 2025 2:15 pm
  • Updated:June 14, 2025 2:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তিনি ছিলেন ফুটবলের ‘গ্ল্যামার বয়’। চুলের স্টাইলে আকর্ষণীয় লুক, ডেভিড বেকহ্যাম মাঠে নামলেই গ্ল্যামারের ছটা। তার উপর যদি ‘বেন্ড ইট লাইক’ একটি ফ্রি কিক দেখা যায়, তাহলে তো কথাই নেই। এবার তাঁর নামের আগে জুড়ল ‘স্যর’। নাইটহুড সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি ইংরেজ ফুটবলার।

Advertisement

২০২৫ সালের নাইটহুড সম্মানের তালিকায় যুক্ত হল বেকহ্যামের নাম। তিনি যে এই সম্মান পাচ্ছেন, তা আগেই জানা গিয়েছিল। অবশেষে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে স্বীকৃতি পেলেন প্রাক্তন ইংরেজ ফুটবলার। ফুটবল জগতে তো বটেই, পরবর্তীকালে সমাজসেবার কাজেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। এছাড়া ২০০৫ সাল থেকে তিনি ইউনিসেফের অ্যাম্বাসাডর এবং রাজা চার্লসের নামের চ্যারিটি সংস্থারও অ্যাম্বাসাডর। ২০০৩ সালে OBE বা অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাব পেয়েছিলেন।

নাইটহুড সম্মানে ভূষিত হয়ে বেকহ্যাম বলছেন, “মাঠের বাইরেও যে আমি ব্রিটেনের প্রতিনিধিত্ব করতে পেরেছি, তার জন্য গর্বিত। পরবর্তী প্রজন্মের উন্নতি ও দুস্থদের সাহায্যার্থে বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করাও আমার জন্য গর্বের। তার জন্য যে সম্মান পেলাম, আমি সে জন্য কৃতজ্ঞ। পুরোটা বিশ্বাস করতে আমার একটু অবিশ্বাস হচ্ছে। কিন্তু এরকম একটা মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করতে পেরে আমি আবেগতাড়িত হয়ে পড়েছি।” বেকহ্যাম ছাড়াও অভিনেতা গ্যারি ওল্ডম্যান ও গায়ক রজার ডালট্রে ‘স্যর’ উপাধি পেয়েছেন।

২০১৩ সালে ফুটবলকে বিদায় জানান বেকহ্যাম। খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও প্যারিস সাঁ জাঁর মতো বিখ্যাত ক্লাবে। দেশের জার্সিতে ১১৫টি ম্যাচে ১৭টি গোল রয়েছে প্রাক্তন মিডফিল্ডারের। বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির মালিক বেকহ্যাম। যে ক্লাবে খেলেন লিওনেল মেসি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ