ছবি সোশাল মিডিয়া
মহামেডান স্পোর্টিং ক্লাব ২ (লালথানকিমা, লালংঘাই)
কলকাতা পুলিশ ২ (রাহুল, সন্দীপ)
ইস্টবেঙ্গল ১ (পেকা)
সুরুচি ১ (কর্মণ্য)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কলকাতা লিগে মাঠে নেমেছিল দুই প্রধান। বারাকপুর স্টেডিয়ামে মহামেডান নেমেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী ছিল সুরুচি সংঘ। দু’টি ম্যাচই অমীমাংসিত অবস্থায় শেষ হয়। মহামেডান দু’বার এগিয়ে গিয়েও ড্র করে। লাল-হলুদও ১ গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি।
কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। ফেডারেশনের ব্যানের আগেই লালথনকিমা, সজল বাগ, দীনেশ সিং, সাকা, শুভজিৎ ভট্টাচার্য, অ্যাডিসন সিংয়ের মতো কয়েকজন ফুটবলারের রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিল তারা। প্রথম ম্যাচে সেই ফুটবলারদের উপরই ভরসা রেখেছিল সাদা-কালো শিবির। কিন্তু ম্যাচের একদিন আগেই ফেডারেশনের রেজিস্ট্রেশন ব্যান নেমে আসে মহামেডান শিবিরে। তবে, খারাপ খেলেনি তারা।
ম্যাচের শুরুর দিকে অনবদ্য ডজে পুলিশ গোলরক্ষককে পরাস্ত করেন লালথানকিমা। এগিয়ে যায় মহামেডান। তবে, লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। রাহুল নস্করের গোলে সমতায় ফেরে পুলিশ। এরপর লালংঘাই সাকার গোলে ফের এগিয়ে যায় মহামেডান। প্রথমার্ধে ২-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় মহামেডান। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেও দমে যায়নি কলকাতা পুলিশ ফুটবলাররা। সন্দীপ ওরাওঁয়ের গোলে স্কোরলাইন ২-২ করে তারা। এরপর দুই পক্ষ বেশ কিছু সুযোগ পেলেও গোলে রূপান্তর করতে পারেনি।
লিগের অপর ম্যাচে ইস্টবেঙ্গল শুরুটা ভালো করলেও প্রথম ম্যাচের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হল। মেসারার্সকে ৭ গোল দিয়ে লিগ অভিযান শুরু করা মশাল ব্রিগেড এদিন সুরুচি সংঘের কাছে আটকে যায়। ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন গুইতে ভানলালপেকা। ম্যাচে আধিপত্য ছিল লাল-হলুদেরই। কর্মণ্য বনসলের গোলে শেষমেশ সমতায় ফেরে সুরুচি।
এদিন মনোতোষ মাঝি ও জেসিন টিকে না থাকার প্রভাব হাড়ে হাড়ে টের পায় ইস্টবেঙ্গল। বিশেষ করে গোল করার লোকের অভাব প্রকট হয় লাল-হলুদ শিবিরে। এর মধ্যেও কিছু সুযোগ আদায় করলেও তা থেকে গোল হয়নি। প্রথমার্ধের একেবারে শেষে বলরাম মান্ডির একটা ভুল প্রেস বল পেয়ে যান পেকা। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। তবে কলকাতা পুলিশের একজন ফুটবলার লাল কার্ড দেখায় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেও হাল ছাড়েননি সুরুচি ফুটবলাররা। কর্মণ্যর গোলে সমতায় ফেরে তারা। খেলা শেষ হয় ১-১ অবস্থায়। অর্থাৎ, কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে ব্যর্থ হলেন বিনো জর্জের ছেলেরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.