ফাইল চিত্র
স্টাফ রিপোর্টার: ফেডারেশন ও এফএসডিএল-এর চুক্তি জটে আটকে রয়েছে আইএসএল। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ কবে থেকে শুরু হবে, তা এখনও পরিষ্কার নয়। তবে শুধু আইএসএল আটকে আছে, এমন নয়। জাতীয় পর্যায়ের অন্য সব লিগ কবে শুরু হবে, তা নিয়েও কোনও তথ্য ক্লাবগুলিকে দেওয়া হয়নি ফেডারেশনের তরফে।
যেমন আই লিগ। এমনিতে প্রতি বছর অক্টোবরের পরপরই শুরু হয়ে যায় ভারতীয় ফুটবলের দ্বিতীয় স্তরের খেলা। কিন্তু এবার আগস্ট শেষ হতে চললেও আই লিগ নিয়ে ক্লাবগুলিকে কোনও তথ্য জানানো হয়নি। যেমন গতবারের চ্যাম্পিয়ন ইন্টার কাশী এখনও জানে না তারা কোন ডিভিশনে খেলবে? আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে তাদের এই মরশুমে আইএসএল খেলার কথা। কিন্তু এখনও ফেডারেশনের তরফে এই সংক্রান্ত কোনও চিঠি দেওয়া হয়নি। ফলে নতুন মরশুমের দল গঠনের ক্ষেত্রে সমস্যায় পড়ছে ইন্টার কাশী। আবার আই লিগের অবনমন সংক্রান্ত বিষয়েও রয়েছে বিতর্ক। ফেডারেশনের সিদ্ধান্তে অখুশি বেঙ্গালরু ইউনাইটেড ‘ক্যাস’-এর দ্বারস্থ হয়েছে। অবনমনের আওতায় থাকা আর এক ক্লাব দিল্লি এফসি-র আবেদনের বিষয়টি ফেডারেশনের আপিল কমিটির অধীনে রয়েছে। ফলে এবার আই লিগ থেকে কোন কোন দল নামছে, তা এখনও স্পষ্ট নয়। আবার আই লিগ ২ থেকে সুদেবা দিল্লি এফসি-র অবনমন নিয়েও রয়েছে জট। কোনও জট কাটানোর জন্যই এখনও পদক্ষেপ করতে পারেনি ফেডারেশন। এমনিতে আইএসএল নিয়ে জটিলতার মধ্যেও এফএসডিএল জানিয়ে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য অর্থ দেবে তারা। ফলে প্রশ্ন উঠছে, আই লিগের বিভিন্ন ডিভিশন শুরু করার ক্ষেত্রে কেন উদাসীন ফেডারেশন?
ডুরান্ড কাপ ফাইনাল শেষে প্রায় একই প্রশ্ন করে গেলেন ডায়মন্ড হারবার এফসি-র কোচ কিবু ভিকুনা। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বলছিলেন, “আপাতত দিন দুয়েক বিশ্রাম দেব ফুটবলারদের। তারপর আই লিগের প্রস্তুতি শুরু করব। যদি সুপার কাপে সুযোগ পাই, খেলব। না হলে প্র্যাকটিস ম্যাচ খেলে দলকে তৈরি রাখতে হবে।” এরপরই ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার নিয়ে তোপ দাগলেন স্প্যানিশ কোচ। ডায়মন্ড হারবারের হেডস্যর বলছিলেন, “স্পেনে লোয়ার ডিভিশন চলে সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। দলগুলি সেপ্টেম্বরেই জেনে যায় এপ্রিলে কে, কবে প্রতিপক্ষ হবে। অথচ আগস্টে এসে জানতে পারছি না আই লিগ কবে শুরু হবে!” মঙ্গলবার থেকে ফের অনুশীলন শুরুর পরিকল্পনা রয়েছে ডায়মন্ড হারবারের। সোমবারই শহরে চলে আসছেন তাদের দুই বিদেশি ব্রাইট এনোবাখারে এবং সানডে আফোলাবি। বেঙ্গালুরু ঘুরে তাঁরা বিকালে কলকাতা পৌঁছাবেন সবকিছু ঠিক থাকলে, তাঁদের মঙ্গলবার অনুশীলনে দেখা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.