Advertisement
Advertisement
Diamond Harbour FC

ডুরান্ড ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী কিবু, তিন প্রধানকে পাশে চান ডায়মন্ড হারবার কোচ

ফাইনালের আগে সুখবর, ডায়মন্ড হারবারের দুই বিদেশি ব্রাইট এবং সানডের ভিসা সমস্যা মিটেছে।   

Diamond Harbour FC coach Kibu Vicuna confident about Durand Cup final

ছবি ডায়মন্ড হারবার সোশাল মিডিয়া।

Published by: Prasenjit Dutta
  • Posted:August 22, 2025 7:33 pm
  • Updated:August 22, 2025 10:45 pm   

শিলাজিৎ সরকার: ইস্টবেঙ্গলকে হারিয়ে অভিষেকেই ডুরান্ড কাপের ফাইনালে উঠেছে ডায়মন্ড হারবার। শনিবার ফাইনালে তাদের বিপক্ষে গত বারের চ্যাম্পিয়ন নর্থইস্ট। প্রতিপক্ষকে সমীহ করলেও ফাইনালে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা। তাছাড়াও কলকাতার তিন প্রধানের সমর্থকদেরও শনিবার গ্যালারিতে থাকার বার্তা দিয়েছেন তিনি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সে কথাই জানিয়েছেন তিনি। অন্যদিকে, ফাইনালের আগে ডায়মন্ড হারবার শিবিরে সুখবর হল, ব্রাইট এনোবাখারে এবং সানডের ভিসা সমস্যা মিটেছে।   

Advertisement

কিবু বলেন, “জীবনে যেমন আত্মবিশ্বাস প্রয়োজন, তেমন ফুটবলেও আত্মবিশ্বাস খুবই জরুরি। আমাদের দলের নতুন ফুটবলাররা প্রত্যেক দিন উন্নতি করছে। মনে রাখতে হবে, দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে ওরা লড়ছে। তাছাড়াও দলে লুকা মায়েচেন রয়েছে। রয়েছে জবি জাস্টিনের মতো ফুটবলারও। সুতরাং আমাদের দলে তারুণ্য এবং অভিজ্ঞতা দুইয়ের মিশেলে সমৃদ্ধ। ফুটবলে সমস্ত কিছু সম্ভব। ফাইনালে তো লড়াই করতেই হবে। আমাদের দল পুরো ১০০ শতাংশ উজাড় করে দেবে।”

প্রতিপক্ষ নর্থইস্ট দলে রয়েছে আলাদিন আজারেইয়ের মতো বিপজ্জনক ফুটবলার। তাছাড়াও তারা গত বারের চ্যাম্পিয়ন। তাদের বিরুদ্ধেই শনিবাসরীয় মহারণ। তার আগে স্প্যানিশ কোচের সংযোজন, “লড়াইয়ের মানসিকতা থাকলে এবং পরিকল্পনা অনুযায়ী খেললে সব সম্ভব। নর্থইস্ট যে চ্যাম্পিয়ন দল, সেটা আমরা জানি। কিন্তু সব সময় তো আর ফেভারিট দল জেতে না। অনেক সময় দলের ফুটবলারদের একতা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। সেটা দেখা গিয়েছে ইস্টবেঙ্গল ম্যাচে। আমরা শুরু থেকেই লড়াই করব। ফাইনালে কেউ এগিয়ে থাকে না। যারা মানসিকভাবে শক্তিশালী থাকবে তারাই জিতবে। গোটা টুর্নামেন্টটাই আমাদের মোটিভেশন। আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের সমর্থকদেরও পাশে চাইছি।”

ফাইনালে কি ব্রাইট এবং সানডে খেলতে পারবেন? ভিসা সমস্যা মেটায় এই দুই বিদেশি দ্রুত শহরে নিয়ে আসার কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। তবে ফাইনালের আগে কলকাতা আসছেন না তাঁরা। যাই হোক, ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অনেকের ধারণা হয়েছিল, তাহলে কি ডুরান্ড ফাইনালে ফাঁকা গ্যালারি থাকবে? কলকাতার তিন প্রধানের এক প্রধানও ফাইনালে নেই। তাহলে গ্যালারি ভরবে কী করে? সব সংশয়ের অবসান ঘটিয়ে ডুরান্ড কর্তৃপক্ষর থেকে শুধু নিজেদের ক্লাবের জন্য ২৫ হাজার টিকিট তুলেছে ডায়মন্ড হারবার ক্লাব। এরপর রাজ্য ক্রীড়া দফতরের কাছেও টিকিট রয়েছে। তাই আশা করা যাচ্ছে, তাদের সমর্থনের জন্য শনিবারের যুবভারতীর গ্যালারিও ভর্তি থাকবে। মাত্র চার বছরের মধ্যে আই লিগের মূলপর্বে ওঠার সঙ্গে ডুরান্ডের ফাইনালে ডায়মন্ড হারবারের খেলাকেও বেশ কৃতিত্বেরই মনে করছে ফুটবল মহল। এখন দেখার, নর্থইস্টকে হারিয়ে ১৩৪তম ডুরান্ড কাপের শিরোপা জিতে ইতিহাস তৈরি করতে পারে কি না কিবু ভিকুনার দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ