Advertisement
Advertisement
CFL

সাদার্নের ওয়াকওভারে সুপার সিক্সে ডায়মন্ড হারবার, অবনমন রাউন্ড এড়ানো লক্ষ্য মহামেডানের

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে দশম স্থানে রয়েছে সাদা-কালো ব্রিগেড।

Diamond Harbour FC in Super Six in Southern Samity's walkover, Mohammedan SC aims to avoid relegation round

অনুশীলনে সাদা-কালো ফুটবলাররা। ছবি মহামেডান সোশাল মিডিয়া।

Published by: Prasenjit Dutta
  • Posted:September 5, 2025 12:02 pm
  • Updated:September 5, 2025 12:02 pm  

স্টাফ রিপোর্টার: একটা মরশুম আগে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করেছিল মহামেডান। শুক্রবার বারাকপুরে সেই ক্লাব নামছে রেলিগেশন রাউন্ডে খেলার লজ্জা এড়ানোর লক্ষ্যে। প্রতিপক্ষ ইউনাইটেড কলকাতা, যারা আগেই চলে গিয়েছে সুপার সিক্সে। অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি’র বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সাদার্ন সমিতি। যার ফলে গ্রুপ ‘বি’ থেকে তৃতীয় দল হিসাবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে চলে গেল ডায়মন্ড হারবার।

Advertisement

১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপে দশম স্থানে রয়েছে মহামেডান। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে এরিয়ান। শুক্রবার তারা খেলবে একধাপ নিচে থাকা কলকাতা পুলিশের বিরুদ্ধে। লিগে ভবানীপুর ও পিয়ারলেসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে এরিয়ান। রেলিগেশন রাউন্ড খেলতে চলা পুলিশের দলটির বিরুদ্ধে এগিয়ে থেকেই নামছে তারা। সেখানে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে মহামেডানের লড়াই রীতিমতো ‘ডু অর ডাই’।

সাদা-কালো কোচ মেহরাজউদ্দিন অবশ্য বাড়তি চাপ নিচ্ছেন না। “আমরা তো লিগের শুরু থেকেই লড়াই করছি। হাতে থাকা প্লেয়ারদের উপর ভরসা রাখছি। অন্যদের দিকে তাকাতে চাই না। নিজেরা জিতে রেলিগেশন রাউন্ড এড়ানোই লক্ষ্য,” বলে দিয়েছেন মেহরাজ। অবশ্য এরিয়ান পয়েন্ট নষ্ট করলেই রেলিগেশন রাউন্ড এড়াবে মহামেডান, নিজেদের ম্যাচের ফলাফল যাই হোক না কেন।

অন্যদিকে, আইএফএ’কে চিঠি দিয়ে সাদার্ন জানিয়ে দিয়েছে যে তারা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে না। এই ম্যাচের পুরো পয়েন্ট পেলে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট হয়ে যাবে ডায়মন্ড হারবারের। ফলে পয়েন্ট টেবলে ভাবনীপুরকে পিছনে ফেলে প্রথম তিনে ঢুকে পড়বে তারা। অন্যদিকে, বৃহস্পতিবার লিগের ম্যাচের উয়াড়িকে ৪-০ গোলে হারিয়েছে রেনবো। গোল করেন সৈকত সরকার, মহম্মদ শাহির, প্রীতীশ মুর্মু ও সাবিথ সিএস।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement