ছবি ফেসবুক
শিলাজিৎ সরকার: ডায়মন্ড হারবার এফসি যেন স্বপ্নের দৌড় দৌড়চ্ছে। গত বছর তারা আই লিগ-৩ চ্যাম্পিয়ন হয়ে ওঠে আই লিগ-২’এ। আর এবারেও তাদের স্বপ্নের দৌড় অব্যাহত। আগামী মরশুমে আই লিগের প্রথম ডিভিশনে খেলতে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে। দুই ম্যাচ বাকি থাকতেই আই লিগে উত্তরণ ঘটল কিবু ভিকুনার দলের। এই মুহূর্তে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনের শীর্ষে ডায়মন্ড হারবার।
শুক্রবার স্পোর্টস অ্যাকাডেমি তিরুরকে ২-১ গোলে হারায় ডায়মন্ড হারবার এফসি। গোল করেন পিন্টু মাহাতো ও সুপ্রদীপ হাজরা। যদিও তার আগের ম্যাচে নেরোকার কাছে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় লিগ টেবলে প্রথম দুইয়ে শেষ করবে কলকাতার ক্লাব। নিয়ম হল, দ্বিতীয় ডিভিশন আই লিগ থেকে দুটো ক্লাব প্রমোশন পাবে। তাতেই নিশ্চিত হয়ে যায়, আই লিগের প্রথম ডিভিশনে যোগ্যতা অর্জন করছে ডায়মন্ড হারবার এফসি।
কোচ কিবু ভিকুনা আই লিগে খেলার ব্যাপারে প্রথম থেকেই আশাবাদী ছিলেন। তাই কোনও ম্যাচকেই হালকাভাবে নিতে চাননি। তিনি জানান, ‘দলগত শক্তিতেই সাফল্য এসেছে। এবার আইএসএল খেলার জন্য আমরা তৈরি হচ্ছি।’
এই সুখবর পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘এটা আমাদের কাছে বিরাট গর্বের মুহূর্ত। কেবল আমার কাছে নয়, এই ক্লাবের প্রত্যেক সদস্য এবং সমর্থকের কাছেই এটা খুবই খুশির খবর। মাত্র তিন বছরে আমাদের এই উত্থান দেশের ফুটবলার ও লক্ষ লক্ষ সমর্থকের কাছে অনুপ্রেরণার। আই লিগে প্রবেশের পর আইএসএল থেকে আমরা মাত্র এককদম দূরে।’
It is a moment of immense pride and joy — not just for me personally but for every single member and supporter of the DIAMOND HARBOUR FOOTBALL CLUB family. ’s qualification for the I-League stands as a testament to the discipline of our players, the unwavering…
— Abhishek Banerjee (@abhishekaitc)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.