ডায়মন্ড হারবার: ২ (কিমা)
জামশেদপুর: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে চমকে দিল ডায়মন্ড হারবার এফসি। আইএসএলের দল জামশেদপুর এফসি’কে ২-০ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছল কিবু ভিকুনার দল। আই লিগের দল হিসাবে প্রথমবার ডুরান্ড কাপ খেলতে এসেই শেষ চারে পৌঁছে গিয়েছে কলকাতার দলটি। জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে হারল তারা। নিঃসন্দেহে এই কৃতিত্ব অতুলনীয়।
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি আক্রমণভাগের নির্ভরযোগ্য বিদেশি ক্লেটন সিলভেইরা। যদিও তাঁর না থাকায় বিশেষ অসুবিধা হয়নি ডায়মন্ড হারবারের। বিপক্ষ দলের ঘরের মাঠে গিয়ে রীতিমতো হিরের দ্যুতি ছড়িয়ে জয় ছিনিয়ে আনলেন লুকা মায়সেনরা। প্রথম মিনিট থেকেই ম্যাচের দখল নিয়ে নেয় ডায়মন্ড হারবার।
৩ মিনিটেই সাইরুয়াত কিমার গোলে এগিয়ে যায় কিবু ভিকুনার দল। এক্ষেত্রে তারিফ করতেই হবে জবি জাস্টিনকে। তাঁর দূরপাল্লার শক্তিশালী থ্রো এই গোলটির ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও গোল করতে পারেনি দুই দলই। ডিফেন্স মজবুত রেখে এই সময় ‘ঘুঁটি’ সাজিয়েছিলেন কিবু। ৪১ মিনিটে কিমার গোল থেকে ব্যবধান বাড়ায় ডায়মন্ড হারবার। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয় জামশেদপুর।
মনে রাখতে হবে, সদ্য দল ছেড়েছেন দীর্ঘদিন জামশেদপুর এফসি’র দায়িত্ব সামলানো কোচ খালিদ জামিল। ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই কারণে খালিদকে ছাড়াই মাঠে নেমেছিলেন নিশু কুমার, প্রণয় হালদাররা। দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে ওঠেন তাঁরা। আগ্রাসী মনোভাব নিয়ে খেললেও ব্যবধান কমাতে পারেনি জামশেদপুর। দুরন্ত ডিফেন্স এবং দস্তানা হাতে মিরশাদের যুগলবন্দিতে ২-০ গোলে জামশেদপুরকে পরাস্ত করে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল ডায়মন্ড হারবার এফসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.