Advertisement
Advertisement

Breaking News

Maradona

‘সংরক্ষিত’ রাখতে হবে মারাদোনার দেহ, জানিয়ে দিল আর্জেন্টিনার আদালত

তবে কি কবর থেকে বের করা হবে মৃতদেহ? উঠছে প্রশ্ন।

Diego Maradona's body 'must be conserved' for DNA test, orders Court | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 18, 2020 6:52 pm
  • Updated:December 18, 2020 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরলোক গমনের পরও তাঁকে নিয়ে যেত টানাপোড়েন শেষ হতে চাইছে না। ‘সংরক্ষিত’ রাখতে হবে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার (Diego Maradona) মরদেহ। এবার এমনই নির্দেশ দিল আর্জেন্টিনার (Argentina) একটি আদালত।

Advertisement

গত মাসে গোটা বিশ্বকে কাঁদিয়ে ৬০ বছর বয়সেই বিদায় নেন বাঁ-পায়ের ম্যাজিশিয়ান। তারপর থেকেই তাঁর সম্পত্তির ভাগাভাগি নিয়ে শুরু হয় জলঘোলা। এরই মধ্যে এক যুবতী মারাদোনাকে নিজের বাবা বলে দাবি করে বসেন। ফলে সম্পত্তির ভাগ নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়। সেই পরিপ্রেক্ষিতেই আর্জেন্টিনার আদালত জানায়, বাবা-মেয়ের সম্পর্ক প্রমাণের জন্য প্রয়াত মারাদোনার DNA নমুনা জমা দিতে হবে। আর সেই কারণেই তাঁর মরদেহ সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: অশ্বিন-বুমরাহর দুরন্ত বোলিংয়ে অ্যাডিলেড টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া]

এক স্ত্রীয়ের থেকে দুই কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মারাদোনা। কিন্তু তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জানা যায়, কন্ট্রোভার্সি কিংয়ের আরও ছ’টি ছেলে-মেয়ে রয়েছে। কিন্তু কিংবদন্তির প্রয়াণের পর তাঁকে বাবা বলে দাবি করেন বছর পঁচিশের মগালি গিল। যাঁর বিষয়ে এর আগে শোনা যায়নি কখনও। তাঁর দাবি, বছর দুয়েক আগে তাঁর মা তাঁকে জানান, মারাদোনা তাঁর বাবা হলেও হতে পারেন। মারাদোনা সত্যিই তাঁর বাবা কি না, এরপরই তা জানতে আগ্রহী হয়ে ওঠেন গিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেও সে আবেদন জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর মারাদোনার প্রয়াণের পর তাঁকে বুয়েন্স আইরেসের একটি সমাধিস্থলে সমাধিস্ত করা হয়। কিন্তু ৩০ নভেম্বর আদালত জানিয়ে দেয়, প্রয়োজনীয় ফরেনসিক টেস্ট না হওয়া পর্যন্ত তাঁকে সমাধিস্ত করা যাবে না। এবার আদালতের নয়া নির্দেশে নতুন করে তৈরি হল জটিলতা। তবে কি কবর থেকে বের করা হবে মৃতদেহ? ওঠে প্রশ্ন। যদিও শোনা যাচ্ছে, মারাদোনার আইনজীবী জানিয়েছেন, কিংবদন্তির DNA নমুনা আগে থেকেই সংগৃহীত আছে। তাই তাঁকে মাটি খুঁড়ে বের করার প্রয়োজন হবে না।

[আরও পড়ুন: সিডনিতে ফের করোনা সংক্রমণের ঢেউ, তৃতীয় টেস্ট ঘিরে অনিশ্চয়তা, কী বলছে অজি বোর্ড?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement