সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে একটাও ম্যাচে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। একটা ম্যাচে দুবার এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। অন্যদিকে, ডার্বি মানেই যেন দিমিত্রি পেত্রাতোসের জ্বলে ওঠার মঞ্চ। শেষ ৫ ডার্বির পরিসংখ্যান বলছে, প্রত্যেক ম্যাচেই গোল করেছেন মোহনবাগানের এই অজি তারকা। কিন্তু এবারে হয়তো ডার্বির প্রথম একাদশেই থাকবেন না তিনি।
শেষবার দুই প্রধান মুখোমুখি হয়েছিল গত বছর ১৯ অক্টোবর। যুবভারতীতে সেই ম্যাচে নামার আগে বেহাল দশায় ছিল ইস্টবেঙ্গল। সদ্য পদত্যাগ করেছেন কার্লেস কুয়াদ্রাত। দায়িত্ব নেওয়ার পরে সেদিনই কোচের হটসিটে বসেছেন অস্কার ব্রুজো। আইএসএলে একটাও পয়েন্ট ছিল না লাল-হলুদের খাতায়। সেই ছন্নছাড়া ইস্টবেঙ্গলের যন্ত্রণা আরও বাড়িয়ে ডার্বিতে ২-০ জিতেছিল মোহনবাগান। পেত্রাতোস ছাড়াও গোল করেছিলেন বাগানের নতুন তারকা জেমি ম্যাকলারেন।
ডার্বি আর পেত্রাতোসের গোল যেন সমার্থক হয়ে গিয়েছে। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ডুরান্ড কাপের ফাইনালে গোল করেছিলেন সবুজ-মেরুন জনতার প্রিয় দিমি। ১০ জনে খেলেও মোহনবাগান তাঁর গোলেই ডুরান্ড চ্যাম্পিয়ন হয়। পরের বছরের শুরুতে সুপার কাপে অবশ্য পরাস্ত হয় মোহনবাগান। ৩-১ হারেও সবুজ-মেরুনের একমাত্র গোলদাতা ছিলেন দিমি। দিনকয়েক পরে আইএসএলে দিমির গোলেই হার এড়ায় মোহনবাগান। ৮৭ মিনিটে গোল করে ম্যাচ ড্র করান তিনি।
গত বছর ১০ মার্চ ডার্বিতেও পেত্রাতোসের গোলে ৩-১ জেতে মোহনবাগান। শেষ বড় ম্যাচেও অজি তারকার গোলেই সবুজ-মেরুনের জয়যাত্রা শুরু। কিন্তু বছর বদলেছে। পালটেছে দিমির ভাগ্যও। আগের মতো আগুনে ফর্ম নেই। চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। যদিও ডার্বির আগে তিনি ফিট হয়ে উঠেছেন। কিন্তু প্রথম একাদশে হয়তো থাকতে পারবেন না তিনি। পরের দিকে কি আদৌ তাঁকে মাঠে নামাবেন কোচ? নামলেও কি পায়ের জাদুতে গোল করতে পারবেন দিমি? সবুজ-মেরুন জনতার একাংশের মতে, ‘লাকি চার্ম’ দিমির না থাকাটা বেশ চিন্তার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.