সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ শেষ হতেই বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের। গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল-হলুদ। ক্লাবের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় দিমিকে ধন্যবাদ জানিয়ে বিদায়বার্তা জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, দু’পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গত মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে যোগ দেন দিয়ামান্তাকোস। তবে লাল-হলুদ জার্সিতে সেভাবে সাফল্যের মুখ দেখেননি তিনি।
২০২৩-র আইএসএলে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে খেলেছিলেন দিমিত্রি। ১৭টি ম্যাচে ১৩টি গোল করেছিলেন তিনি। আইএসএলের সর্বাধিক গোলদাতা হয়েছিলেন। তারপরই ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসেন। তখন লাল-হলুদের কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত। কিন্তু যে সাফল্য কেরালায় পেয়েছিলেন, ইস্টবেঙ্গলে তার ধারেকাছেও পৌঁছতে পারেননি। সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ৩২ ম্যাচে করেছেন ১২টি গোল। সহজ সুযোগ নষ্টের প্রবণতার জন্য সমর্থকদের কাছে বারবার সমালোচিত হয়েছেন।
তবে ডুরান্ড কাপে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দিমিত্রি। তার মধ্যে ডার্বিতে জোড়া গোল করে নায়ক হয়েছিলেন। কিন্তু সেই নায়কের আসন থেকে বিচ্যুত হতেও বেশিদিন লাগেনি। ডুরান্ড সেমিতে ডায়মন্ড হারবারের বিরুদ্ধেই একাধিক গোলের সুযোগ নষ্ট করেন। এবার ইস্টবেঙ্গল থেকে ‘গ্রিক গডে’র বিদায়। ক্লাবের তরফ থেকে লেখা হয়েছে, ‘দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ও ইস্টবেঙ্গল উভয়পক্ষের সম্মতিক্রমে সম্পর্ক ছিন্ন করছে। ক্লাবে তাঁর অবদানের জন্য দিমিকে ধন্যবাদ জানাই।’
Dimitrios Diamantakos and East Bengal FC have decided to part ways by mutual consent. We would like to thank Dimi for his services during his stint with the club.
— East Bengal FC (@eastbengal_fc)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.