Advertisement
Advertisement
Donald Trump

ক্লাব বিশ্বকাপের সাফল্যে আমেরিকায় নতুন পরিচয় পাবে ‘ফুটবল’, নামবদলের বড় সিদ্ধান্ত ট্রাম্পের!

ক্লাব বিশ্বকাপের 'আসল' ট্রফিও নাকি ট্রাম্পের কাছে!

Donald Trump said soccer could be renamed to football and the Real trophy is in his office
Published by: Arpan Das
  • Posted:July 16, 2025 3:08 pm
  • Updated:August 23, 2025 3:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস সাঁ জাঁকে ৩-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সুদৃশ্য ট্রফি ওঠে রিস জেমস, কোল পামারদের হাতে। সেই সাফল্যে আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী ‘আপ্লুত’ হয়ে নিজের দেশে ফুটবলের নামই বদলাতে চান তিনি। 

Advertisement

সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকায় ‘ফুটবলের’ নাম বদলাতে চান তিনি। আসলে আমেরিকায় ‘ফুটবল’ বলতে অন্য একটি খেলাকে বোঝায়, যা অনেকটা রাগবির মতো। আর গোটা বিশ্ব যাকে ‘ফুটবল’ বলে চেনে, আমেরিকায় তাকে বলা হয় ‘সকার’। ট্রাম্প বলছেন, “ওরা এটাকে ফুটবল বলে, আমরা বলি সকার। কিন্তু আমেরিকায় এই নামটা সহজেই বদলানো যায়। আমি সেটা করে দিতেই পারি। তাহলে আরও ভালো হবে।”

এখানেই শেষ নয়। ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী চেলসির প্লেয়াররা ভদ্রভাবে বলা সত্ত্বেও মঞ্চ থেকে নামতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট। মঞ্চে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আসলে দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো। ক্লাব বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছিল ট্রাম্পের অফিসে। কিন্তু সেটা আর সেখান থেকে বেরিয়েছে কি? ফুটবল মহলে প্রবল জল্পনা ‘আসল’ ট্রফিটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে। ‘নকল’ ট্রফি নিয়ে চেলসি উড়ে গিয়েছে ইংল্যান্ডে। জল্পনা উসকে দিয়েছেন খোদ ট্রাম্পই। 

মার্কিন প্রেসিডেন্ট নিজে বলছেন, “আমার অফিসে ট্রফি উন্মোচনের পর জিজ্ঞেস করেছিলাম, এটা কবে নেবে? ওরা জানায়, এই ট্রফিটা এখানেই থাকবে। আর টুর্নামেন্টের জন্য ওরা আরেকটা ট্রফি বানিয়ে নেবে। সত্যিই ওরা সেটা করেছে। কিন্তু আসল ট্রফিটা তো আমার ওভাল অফিসে রাখা।” পরের বছর আমেরিকায় ফুটবল বিশ্বকাপ। সেখানে যে ট্রাম্প কী কাণ্ডকারখানা করবেন, সেটা ভেবেই অবাক অনেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement