Advertisement
Advertisement
Durand Cup 2024

ডুরান্ড কাপে নেই হায়দরাবাদ, পরিবর্তে নামছে মেঘালয়ের ক্লাব রাংদাজায়েদ

'এফ' গ্রুপের ম্যাচে কবে নামছে তারা?

Durand Cup 2024: Rangdajied United FC will replace Hyderbad FC in Durand Cup

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:August 3, 2024 8:24 pm
  • Updated:August 3, 2024 8:29 pm  

শিলাজিৎ সরকার: ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার পা দিয়েছে ১৩৩তম বছরে। কলকাতার তিন প্রধানই যাত্রা শুরু করেছে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টের। কিন্তু আচমকাই জট তৈরি হয়েছিল ‘এফ’ গ্রুপে। এই গ্রুপের হায়দরাবাদ এফসি অংশগ্রহণ করছে না এবারের ডুরান্ডে (Durand Cup 2024)। সেই জায়গায় বিকল্প হিসেবে আসছে মেঘালয়ের ক্লাব রাংদাজায়েদ ইউনাইটেড এফসি (Rangdajied United FC)

Advertisement

গত ২৭ জুলাই মোহনবাগানের ম্যাচ দিয়ে পথ চলা শুরু হয়েছে এবারের ডুরান্ড কাপের। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে এর মধ্যেই প্রথম ম্যাচ খেলে ফেলেছে শিলং লাজং ও ত্রিভুবন আর্মি। কিন্তু তার পরও সমস্যা অব্যাহত ছিল এই গ্রুপে। হায়দরাবাদ এফসি খেলতে রাজি না হওয়ায় নতুন করে বিকল্প খুঁজতে বাধ্য হয় ডুরান্ড কমিটি। মাঝে জানা গিয়েছিল গোয়ার ডেম্পো খেলতে আসতে পারে এই টুর্নামেন্টে।

[আরও পড়ুন: পন্থ-হর্ষিতদের নিয়ে রাজধানীতে শুরু হতে চলেছে দিল্লি প্রিমিয়ার লিগ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর শেহওয়াগ]

যদিও শেষ পর্যন্ত ডুরান্ডে খেলতে দেখা যাবে রাংদাজায়েদ এফসিকে। ২০১৩-১৪ সালে আই লিগেও খেলেছিল মেঘালয়ের ক্লাবটি। যদিও এবার তারা খেলছে আই লিগ ৩-এ। গতবছর মেঘালয়ের রাজ্য লিগে চ্যাম্পিয়নও হয়। সেক্ষেত্রে ৫ আগস্টের ম্যাচে শিলংয়ে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে তারা। এর আগে ডেম্পোকে নিয়ে চর্চা চললেও সূত্রের খবর, পর্যাপ্ত সময়ের অভাবে ডুরান্ডে টিম নামাতে রাজি নয় গোয়ার ক্লাব।

[আরও পড়ুন: বল করতে হবে ব্যাটারদেরও! গম্ভীর যুগে টিম ইন্ডিয়ার অস্ত্র নতুন ‘চমক’]

উল্লেখ্য, আইএসএলে গত বছর সবার শেষে ছিল হায়দরাবাদ। ২২ ম্যাচে পেয়েছিল ৮ পয়েন্ট। তার মধ্যে তাদের উপর ব্যানও রয়েছে। সব মিলিয়ে খুব একটা ভালো অবস্থায় নেই হায়দরাবাদ। তবুও ডুরান্ডের জন্য ১৫ জনের দল নথিভুক্ত করেছিল তারা। তবে জানা যাচ্ছে, তারা মূলত লক্ষ্য করছে আইএসএলের দিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement