Advertisement
Advertisement
Durand Cup Derby

জল্পনার অবসান, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই হচ্ছে কলকাতা ডার্বি, ঘোষিত চূড়ান্ত সূচি

কবে বড় ম্যাচ?

Durand Cup Derby: East Bengal and Mohun Bagan to meet on Quarter Final

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:August 12, 2025 10:08 pm
  • Updated:August 12, 2025 10:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান। কলকাতা ডার্বি হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই। মঙ্গলবার শেষ আটের সূচি ঘোষণা করল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী আগামী ১৭ আগস্ট সন্ধে ৭ টায় যুবভারতীতে মুখোমুখি হবে কলকাতার দুই প্রধান।

Advertisement

গ্রুপ এ থেকে ৩ ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ বি থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে। দুই প্রধান এক গ্রুপে থাকলে মরশুমের শুরুতে আরও একটি ডার্বি দেখতে পারতেন ফুটবলপ্রেমীরা। সেই স্বপ্নপূরণ হয়নি। তবে ডুরান্ড কর্তৃপক্ষ আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল, দুই দল কোয়ার্টার ফাইনালে উঠলে শেষ আটেই তারা একে অপরের মুখোমুখি হবে। তেমনটাই হচ্ছে। আগামী ১৭ আগস্ট শেষ আটে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতা লিগে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনও দলই পূর্ণশক্তিতে নামেনি। সেদিক থেকে দেখতে গেলে ডুরান্ডের এই ডার্বিই মরশুমের প্রথম বড় ম্যাচ। 

এদিন চারটি কোয়ার্টার ফাইনালেরই সূচি ঘোষণা করছে ডুরান্ড কর্তৃপক্ষ। ইস্ট-মোহন ছাড়া বাংলা থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা আর এক দল ডায়মন্ড হারবার এফসি শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে। ১৭ আগস্ট রবিবারই জামশেদপুরে ওই ম্যাচ খেলতে হবে ডায়মন্ড হারবারকে। প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে শিলং লাজং এফসি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বোড়োল্যান্ড এফসির মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড। দুটি ম্যাচই ১৬ আগস্ট শনিবার আয়োজিত হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ