সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ যেন প্রতিবাদের মঞ্চ। ভাষার অপমান নিয়ে মুখর হওয়ার মঞ্চ। আগে গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা বাংলা ভাষার অপমানের প্রতিবাদে সরব হয়ে টিফো এনেছিলেন। মোহনবাগান সমর্থকরাও বাংলা অস্মিতা জাগিয়ে টিফো সাজিয়েছেন মাঠে। এবার ডার্বির মতো বড় মঞ্চকেও সেই প্রতিবাদের মঞ্চ হিসাবেই ব্যবহার করলেন লাল-হলুদ সমর্থকরা।
রবিবাসরীয় যুবভারতীতে ইস্টবেঙ্গল সমর্থকদের টিফোতে ঝরে ঝরে পড়ল বাংলা ভাষা ও সংস্কৃতির অস্মিতা এবং ভালোবাসা। প্রাণের ভাষাকে অপমান করলে প্রতিবাদও যে হবে সর্বোচ্চ শক্তি দিয়েই। টিফো-তে সেই রণধ্বনি দিয়ে রাখল বাঙাল ব্রিগেড। ইস্টবেঙ্গল গ্যালারির টিফোতে লেখা দেখা গেল, “বাংলা ভাষা স্বাধীনতার শ্বাস, শহিদের ত্যাগের ধ্বনি, অস্বীকার করলে কাঁপবে দেশ, বাজবে প্রতিবাদের রণধ্বনি!”
শুধু ইস্টবেঙ্গল নয়, চমকপ্রদ টিফো দেখা গেল মোহনবাগান গ্যালারিতেও। সবুজ-মেরুন সমর্থকরা অবশ্য এদিন মূলত খেলা সম্পর্কিত টিফোই এনেছিলেন। কোনওটিতে দেখা যাচ্ছে, জনঅরণ্যের মতো বিখ্যাত ছবির দৃশ্য তুলে ধরে মোহনবাগানের জয়গান করা হয়েছে।
কোনওটিতে ইস্টবেঙ্গল সমর্থকদের কটাক্ষও করা হয়েছে। লাল-হলুদ সমর্থকরা বরাবর অভিযোগ করেন মোহনবাগান টানা ভালো পারফর্ম করছে রেফারি ম্যানেজ করে। টিফোতে সেটারই পালটা বলা হয়েছে, “ম্যানেজ নয়, মান দিতে শিখুন।” একটি টিফোতে আবার দেখানো হয়েছে ইস্টবেঙ্গলের ট্রফিজয়ের সব স্বপ্ন আটকে দিচ্ছে মোহনবাগান। সবটাই হয়েছে মজার ছলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.