Advertisement
Advertisement

Breaking News

Durand Cup

ঘোষিত ডুরান্ডের দিনক্ষণ, এই প্রথমবার ৫ রাজ্যে বসবে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টের আসর

কলকাতায় কি হবে ডুরান্ডের ম্যাচ?

Durand dates announced, Asia's oldest tournament to be held in 5 states for the first time

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:May 25, 2025 6:04 pm
  • Updated:May 25, 2025 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ কবে থেকে হবে, তা নিয়ে এখনও সংশয় ছিল। যদিও এদিন ঘোষণা হয়ে গেল ডুরান্ডের দিনক্ষণ। ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে ১৩৪তম ডুরান্ড কাপের আসর। এই প্রথমবার পাঁচ রাজ্যে আয়োজিত হবে ঐতিহাসিক এই টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড, অসম, মেঘালয় এবং মণিপুরের ইম্ফলে হবে ম্যাচগুলি। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ আগস্ট। 

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বর্তমান চ্যাম্পিয়ন। ফাইনালে তারা হারিয়েছিল মোহনবাগানকে। দু’বছর পর ইম্ফলে ফের বসতে চলেছে টুর্নামেন্টের আসর। কোকরাঝাড় টানা তৃতীয়বারের মতো আয়োজক হতে চলেছে। গত বছর ঝাড়খণ্ডের জামশেদপুর এবং মেঘালয়ের শিলংকে আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে।

শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টটি ২০১৯ সালে দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। এরপর ডুরান্ড কাপে দলের সংখ্যা ১৬ থেকে বেড়ে ২৪ হয়েছে। এখন ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত দল এতে অংশগ্রহণ করে। আর এবার ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ মোট ছ’টি ভেন্যুতে হতে চলেছে। কলকাতায় দু’টি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন), ইম্ফল (খুমান লম্পক স্টেডিয়াম), রাঁচি (মোরহাবাদি স্টেডিয়াম), জামশেদপুর (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স), শিলং (জওহরলাল নেহরু স্টেডিয়াম), কোকরাঝাড় (সাই স্টেডিয়াম)।

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনী এই ঐতিহাসিক টুর্নামেন্টটি উত্তর-পূর্ব ভারতে নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল। ফুটবলের প্রচারের লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিন ডুরান্ড কাপের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও সময়সূচি এখনও ঘোষণা হয়নি। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে বলে ফুটবল মহলের ধারণা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement