নিজস্ব চিত্র।
শিলাজিৎ সরকার: আইএসএলের ফিরতি ডার্বির আর এক সপ্তাহও বাকি নেই। লিগ শীর্ষে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে একাদশতম স্থানে। লাল-হলুদকে অবশ্য বড় ম্যাচের আগে মুম্বইয়ের সঙ্গে মোকাবিলায় নামতে হবে। তার আগে অনুশীলনে দেখা গেল বিরল দৃশ্য। যুবভারতীতে যখন প্র্যাকটিস করছেন সৌভিক, দিয়ামান্তোকোসরা। তখন ঠিক পাশের মাঠেই ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন দুই সবুজ-মেরুন তারকা।
রাত পোহালেই ঘরের মাঠে মুম্বই সিটির সঙ্গে দ্বৈরথ। জোর কদমে প্রস্তুতি চলছে অস্কার ব্রুজোর দলের। সৌভিক চক্রবর্তীর চোট নিয়ে আশঙ্কা থাকলেও পুরোদমে অনুশীলন করলেন তিনি। তৈরি আনোয়ার, চুংনুঙ্গাও। যুবভারতীতে একদিকে যখন লাল-হলুদ বাহিনী অনুশীলন করছেন, তখন ঠিক পাশের মাঠেই দেখা গেল দুই সবুজ-মেরুন তারকাকে।
তাঁরা হলেন দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্ট। দুজনেই চোটের জন্য মাঠে নামতে পারছেন না। স্টুয়ার্ট দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। পাঞ্জাব ও হায়দরাবাদের ম্যাচে পেত্রাতোসকে বাদ দিয়েই নামতে হয়েছিল মোলিনার দলকে। তাতে অবশ্য দুটি ম্যাচ জিততেই অসুবিধা হয়নি। তবে ডার্বির আগে চলছে তাঁদের জোর কদমে ফিট হওয়ার প্রস্তুতি।
সেটাই ধরা পড়ল এদিনের অনুশীলনে। ডার্বির আগে মোহনবাগানের কোনও ম্যাচ নেই। মোলিনা এদিন ছুটি দিয়েছিলেন সবুজ-মেরুন ফুটবলারদের। ব্যতিক্রম শুধু দুই তারকা। তাই একদিকে যখন মুম্বই ম্যাচের জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল, তখন পাশের মাঠেই সহকারী কোচেদের অধীনে চলছে স্টুয়ার্ট-পেত্রাতোসের সুস্থ হওয়ার কাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.