Advertisement
Advertisement
East Bengal

মেসারার্স ক্লাবকে গোলের মালা, বিরাট জয় দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের

একতরফা দাপট লাল-হলুদের।

East Bengal beats Measurers Club in the CFL Premier Division
Published by: Arpan Das
  • Posted:June 27, 2025 5:00 pm
  • Updated:June 27, 2025 5:09 pm  

ইস্টবেঙ্গল: ৭ (মনতোষ, সায়ন, গুইতে, তন্ময়, জেসিন ২, সুমন)
মেসারার্স ক্লাব: ১ (অ্যান্ডি)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট ব্যবধানে জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মেসারার্স ক্লাবকে গোলের মালা পরাল লাল-হলুদ। একতরফা দাপট রেখে ৭-১ গোলে ম্যাচ জেতে বিনো জর্জের ছেলেরা।

ইস্টবেঙ্গলের হয়ে গোল করা শুরু করেন মনোতোষ মাজি। ২৩ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। ১০ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান সায়ন বন্দ্যোপাধ্যায়। ৩৭ মিনিটে তৃতীয় গোলটি করেন গুইতে। মেসারার্স ক্লাবের কাছেও গোলের সুযোগ এসেছিল। তাদের একটি ফ্রি কিক বারে লেগে ফিরে আসে। একইভাবে ইস্টবেঙ্গলের একটি শটও বারে লাগে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ বাহিনী।

দ্বিতীয়ার্ধে বরং দাপট আরও বাড়ায় বিনো জর্জের দল। অধিকাংশ সময়ই মেসারার্স ক্লাবের বক্সে বল ঘোরাফেরা করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন তন্ময় দাস। লাল-হলুদের মাঝমাঠও নিয়ন্ত্রণ করেন তিনি। ৬৩ মিনিট ও ৬৫ মিনিটে আরও দু’গোল করে যান বদলি হিসেবে নামা জেসিন টিকে। ৬৯ মিনিটে খেলার গতির বিপক্ষে গিয়েই ব্যবধান কমান মেসারার্স ক্লাবের অ্যান্ডি জাখারি। শেষ দশ মিনিটে কার্যত ইস্টবেঙ্গলের আক্রমণভাগের সঙ্গে একাই লড়ে যান মেসারার্সের গোলকিপার লাইমুজাম কেন সিং। মহম্মদ রোশান-জেসিন টিকেদের একাধিক শট তিনি বাঁচিয়ে দেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দূরপাল্লার বিশ্বমানের গোলে ৭-১ করেন সুমন দে।

উল্লেখ্য, কলকাতা লিগের শেষ সংস্করণে চ্যাম্পিয়ন দলের নাম এখনও ঘোষণা করা যায়নি। তা রয়েছে আদালতের বিচারাধীন অবস্থায়। সেই রায়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে ইস্টবেঙ্গলও। ফলাফল যাই আসুক না কেন, এবারের কলকাতা লিগ ‘চ্যাম্পিয়নে’র মতো শুরু করল লাল-হলুদ বাহিনী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement