Advertisement
Advertisement

Breaking News

East Bengal

দুর্দান্ত ডেভিড-শ্যামলরা, কালীঘাটকে হারিয়ে সুপার সিক্সের রাস্তা পরিষ্কার ইস্টবেঙ্গলের

গ্রুপ পর্বে শীর্ষে শেষ করল লাল-হলুদ। 

East Bengal clears road to Super Six by defeating Kalighat

ছবি ইস্টবেঙ্গল সোশাল মিডিয়া

Published by: Prasenjit Dutta
  • Posted:August 29, 2025 4:59 pm
  • Updated:August 29, 2025 5:06 pm  

ইস্টবেঙ্গল: ৩ (ডেভিড, গুইতে, শ্যামল)
কালীঘাট মিলন সংঘ: ১ (দেবদত্ত – পেনাল্টি)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কলকাতা লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ ছিল কালীঘাট মিলন সংঘ। এই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে শেষ করার লক্ষ্য নিয়েই নেমেছিলেন বিনো জর্জের ছেলেরা। সেই লক্ষ্যে তাঁরা সফল। কালীঘাটকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে শীর্ষে শেষ করল ইস্টবেঙ্গল। 

এদিনের ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ। সেই কারণেই সিনিয়র দলের একঝাঁক খেলোয়াড়কে রেখেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। শুরু থেকেই উজ্জীবিত ফুটবল উপহার দেয় ইস্টবেঙ্গল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল মশাল বাহিনী। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হল প্রায় ২৫ মিনিট পর্যন্ত। এই সময় একটা সংঘবদ্ধ আক্রমণে গোল তুলে নেন ডেভিড লালহানসাঙ্গা। ৩২ মিনিটে সুযোগ এসে গিয়েছিল কালীঘাটের সামনেও। বিদ্যানন্দ সিং ঠিকমতো শট নিতে ব্যর্থ হন। এর ঠিক পরের মিনিটেই আমন সিংয়ের ক্রস পিভি বিষ্ণুর কাছে পৌঁছনোর আগে তালুবন্দি করেন কালীঘাটের গোলকিপার। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে কালীঘাট রক্ষণভাগে বারবার আক্রমণ শানাতে থাকে লাল-হলুদ। ৫৩ মিনিটে গুইতে পেকার গোলে স্কোর লাইন দ্বিগুণ করে ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে পেনাল্টি পায় কালীঘাট। পরিবর্ত হিসাবে নামা দেবদত্ত ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দিতে কোনও ভুল করেননি। ৭৩ মিনিটে শ্যামল বেসরার সেন্টার থেকে মিস করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।

৮০ মিনিটে পরীক্ষার মুখে পড়ে গিয়েছিলেন দেবজিৎ মজুমদার। ৮৫ থেকে ৮৬ মিনিটের মধ্যে পরপর সুযোগ পায় কালীঘাট। দু’টি ক্ষেত্রেই ভালো জায়গায় ছিলেন দেবদত্ত। তবে, এক্ষেত্রে প্রশংসা করতে হয় প্রভাত লাকরার। দু’টি ক্ষেত্রেই পরিত্রাতার ভূমিকায় দেখা যায় তাঁকে। ৮৭ মিনিটে শ্যামল বেসরার দূরপাল্লার শটে ৩-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সেটাই ছিল জয়সূচক গোল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement