ফাইল ছবি।
প্রসূন বিশ্বাস: গত মরশুমটা ভালো যায়নি ইস্টবেঙ্গলের। তাও অস্কার ব্রুজো কোচ হয়ে আসার পর আইএসএলে কিছুটা আশার আলো জ্বলেছিল লাল-হলুদের জন্য। কিন্তু লক্ষ্যপূরণ হয়নি। এবার প্রায় নিজের হাতে দল গুছিয়েছেন অস্কার। বুধবার থেকে শুরু হতে চলা ডুরান্ড কাপে নয়া পরীক্ষায় বসবে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই শহরে উপস্থিত পাঁচ বিদেশি। দেশীয় ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন সহকারী কোচ বিনো জর্জ। ডুরান্ডে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে অস্কার মুখ খুললেন, প্রতিপক্ষ ও নিজের দল নিয়ে।
সাউথ ইউনাইটেড কার্যত অপরিচিত দল। ফলে কী চমক আছে, এখনও জানেন না অস্কার। তাই প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট সাবধানে পা ফেলতে চান। তাছাড়া নিজের দলকে নিয়েও সেভাবে প্রস্তুতি করতে পারেননি। সেই সব মাথায় রেখেই তিনি বলছেন, “সাউথ ইউনাইটেডে অনেক তরুণ ফুটবলার আছে। ফলে আমরাও সেরা দলকে নামানোর চেষ্টা করছি। আমরা যে ভালো দল, সেটা মাঠেই বোঝাতে হবে। সবে মরশুমের শুরু। ফিটনেস নিয়ে এখনও পরিশ্রম করতে হবে। বিনো ভারতীয় ফুটবলারদের নিয়ে কাজ শুরু করেছে। এবার আমরা বিদেশি ও ভারতীয় ফুটবলারদের নিয়ে শুরু করেছি। ডুরান্ডে ভুল করার জায়গা নেই।”
গত মরশুমে যখন অস্কার ইস্টবেঙ্গলকে হাতে পেয়েছিলেন, তখন অনেকটাই পিছনে ছিল লাল-হলুদ। এবার যেহেতু শুরু থেকেই দল গোছাচ্ছেন, তাই কি বাড়তি চাপ রয়েছে? অস্কার সেটা মানতে নারাজ। তিনি বলছেন, “আমাদের উপর কোনও চাপ নেই। যত খেলব, তত দায়িত্ব বাড়বে। আমরা জানি, আমাদের থেকে সমর্থকদের কতটা প্রত্যাশা রয়েছে। মাঠে কী করতে হবে জানি। সব টুর্নামেন্টে সেরাটা দেওয়ার জন্যই খেলবে ইস্টবেঙ্গল। গত মরশুমে আক্রমণে আরও ধারালো হওয়া উচিত ছিল। গোলের সুযোগ হাতছাড়া করেছি। এই মরশুমে সদ্য অনুশীলন শুরু করেছি। ফলে বাকি মরশুমে কী হবে, এখনই বলা সম্ভব নয়। তবে ডুরান্ডের পরের ম্যাচের আগে অনেকটা সময় আছে।”
অস্কার জানিয়ে দিয়েছেন, ডুরান্ডে ইস্টবেঙ্গল মাত্র তিনজন বিদেশি খেলাবেন। সল ক্রেসপো, দিমিত্রি দিয়ামান্তাকোস ও মহম্মদ রশিদকে খেলানো হবে। তার মধ্যে সল সদ্য অনুশীলন শুরু করেছেন। কেভিন সিভিয়ে ও মিগুয়েল এখনও প্রয়োজনীয় কাগজপত্র হাতে পাননি। তবে চোটের জন্য নেই সৌভিক চক্রবর্তী। অন্যদিকে আইএসএল স্থগিত হলেও হাল ছাড়তে নারাজ অস্কার। তাঁর ধারণা, আইএসএল শুরু হবে এবং যেহেতু ডুরান্ডে তারা প্রায় পুরো দল নামাতে পারছে, তাই প্রাক-মরশুমের প্রস্তুতিটা ভালো করে নিতে পারবে ইস্টবেঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.