ফাইল ছবি
শিলাজিৎ সরকার: পিভি বিষ্ণুর সঙ্গে চুক্তিবৃদ্ধি ইস্টবেঙ্গলের। আরও দু’বছর লাল-হলুদ জার্সিতেই দেখা যাবে কেরলের তরুণ প্রতিভাবান ফুটবলারকে। ২০২৭-২৮ পর্যন্ত চুক্তি করা হল বিষ্ণুর সঙ্গে। গত মরশুমে আইএসএলে চার গোল করে ইস্টবেঙ্গলের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৩ বছর বয়সি ফুটবলার।
২০২৩-র মাঝামাঝি সময়ে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসেন বিষ্ণু। লাল-হলুদ জার্সিতে খেলেছেন মোট ৫৫টি ম্যাচ। তার মধ্যে ২০২৪-২৫ মরশুমে আইএসএলে খেলেছিলেন ২২টি ম্যাচ। ৪টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও আছে। ২০২৪-র ডিসেম্বরে আইএসএলে মাসের সেরা তরুণ ফুটবলার হয়েছিলেন তিনি। আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে দ্রুততম গোলও আছে তাঁর নামে। ২০২৩-২৪ মরশুমে ৩৩ সেকেন্ডে ওড়িশার বিরুদ্ধে গোল করেছিলেন।
চুক্তিবৃদ্ধিতে বিষ্ণু নিজেও খুশি। বলছেন, “ইস্টবেঙ্গল আমাকে আরও ভালো প্লেয়ার হয়ে উঠতে সাহায্য করেছে, পাশে ছিল। তার জন্য ম্যানেজমেন্ট ও সমর্থকদের কাছে কৃতজ্ঞ। তারা সব সময় আমার উপর ভরসা রেখেছেন। আমি আজ যে জায়গায়, তা ইস্টবেঙ্গলের জন্যই হয়েছি। ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দিতে আমি বদ্ধপরিকর।”
ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলছেন, “বিষ্ণু আমাদের ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। ওর মধ্যে আকাশছোঁয়া সম্ভাবনা আছে, খুব সাহসী, স্কিলফুল ও দলকে জেতাতে পারে। যদি ও পরিশ্রম করতে থাকে এবং এভাবেই উন্নতি করতে থাকে, তাহলে দেশের সেরা উইঙ্গার হওয়ার সম্ভাবনা আছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.