Advertisement
Advertisement
East Bengal

ডার্বির আগেই পরাস্ত ইস্টবেঙ্গল, শেষ মুহূর্তের গোলে লাল-হলুদকে হারাল মোহনবাগান

ম্যাচের ফল ২-১। 

East Bengal lost to Mohun Bagan in RFYS

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 11, 2025 2:12 pm
  • Updated:January 11, 2025 3:06 pm   

শিলাজিৎ সরকার: মাত্র কয়েকঘণ্টা পরেই ডার্বি। গুয়াহাটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সেই ম্যাচের আগেই মোহনবাগানের কাছে পরাস্ত ইস্টবেঙ্গল। একেবারে শেষ মুহূর্তের গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ফল ২-১। 

Advertisement

শনিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন ক্লেটন সিলভা-জেমি ম্যাকলারেনরা। তবে আইএসএলের ডার্বির দিনই ছিল ছোটদের বড় ম্যাচ। কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের ম্যাচ ছিল। অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলাররা ম্যাচ খেলতে নামেন। সেখানেই এগিয়ে থেকেও হার মানতে হল ইস্টবেঙ্গলকে। ২-১ গোলে হেরে মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড।

অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। ১-০ ব্যবধানে দীর্ঘ সময় ম্যাচের রাশ ছিল তাদের হাতে। কিন্তু পরের দিকে মোহনবাগানের উদ্ধারকর্তা হয়ে ওঠেন রাজদীপ পাল। নির্ধারিত সময়ে প্রথম গোলটি করে সমতা ফেরান। আবারও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু পেনাল্টি মিস করে লাল-হলুদ। ম্যাচের ছবিটা পালটে যায় সংযুক্ত সময়ে। আবারও গোল করেন রাজদীপ। একেবারে শেষ মুহূর্তে ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। শেষ মুহূর্তে পয়েন্ট হাতছাড়া হওয়ায় হতাশ লাল-হলুদ শিবির। 

উল্লেখ্য, আইএসএলে বেহাল দশা ইস্টবেঙ্গলের। পয়েন্ট টেবিলে ১১ নম্বরে রয়েছে তারা। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয়ে থাকার জন্য যে মারাত্মকভাবে আশা জেগে উঠেছিল, এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না, ইস্টবেঙ্গল সমর্থকদের আদৌ সেই স্বপ্ন পূরণ হবে কি না। ডার্বিতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত লাল-হলুদ শিবির। উলটোদিকে, টানা জয় পেয়ে ফুরফুরে মোহনবাগান। 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ