Advertisement
Advertisement
East Bengal

কলকাতা লিগ জয়ই আইএসএলে অনুপ্রেরণা! সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য ইস্টবেঙ্গলের সৌভিকের

পুজোতেও অনুশীলন চলবে লাল-হলুদের।

East Bengal player Souvik Chakraborty opens up about CFL win and season's plan

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 24, 2025 4:03 pm
  • Updated:September 24, 2025 4:03 pm   

প্রসূন বিশ্বাস: ৪৮ ঘণ্টার মধ্যে দু’বার কলকাতা লিগ জিতেছে ইস্টবেঙ্গল। পুজোর বাদ্যি থামলেই দীর্ঘ মরশুম। আইএফএ শিল্ড, সুপার কাপের পর আইএসএল। তার জন্য কতটা তৈরি লাল-হলুদ বাহিনী? মাঝমাঠের স্তম্ভ সৌভিক চক্রবর্তী জানালেন, তারা চ্যাম্পিয়ন হতে প্রস্তুত। আর সেক্ষেত্রে তাঁদের অনুপ্রেরণা কলকাতা লিগ জয়।

Advertisement

ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ৪১তম কলকাতা লিগ জিতেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে বিনো জর্জের ছেলেরা। সেটা থেকেই অনুপ্রেরণা চায় অস্কার ব্রুজোঁর দল। সৌভিক বলছেন, “কলকাতা লিগ জয় ইস্টবেঙ্গলের জন্য ইতিবাচক দিক। এরপর আইএফএ শিল্ড ও সুপার কাপ আছে। আইএসএলে নামতে হবে। তার আগে একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই অনুপ্রেরণা জোগাবে। জুনিয়ররা বুঝিয়ে দিল, তারা তৈরি। সেই সঙ্গে মূল দলে প্রতিযোগিতাও বাড়বে।”

সৌভিক যখন কথাগুলো বলছেন, তখন ঢাকের বাদ্যিতে ভরে উঠেছে কলকাতা। উৎসবের আবহেও কিন্তু লক্ষ্য থেকে সরছেন না ইস্টবেঙ্গলের প্লেয়াররা। রাজডাঙা নব উদয় সংঘের পুজো মণ্ডপে দাঁড়িয়ে সৌভিক জানালেন, “আমাদের এই বছর পুজোতেও অনুশীলন চলবে। জানি না কতটা ছুটি পাব। তবে ছুটি পেলে অবশ্যই সপরিবারে অষ্টমীর অঞ্জলি দিতে চাই।” ৮ অক্টোবর থেকে শুরু হবে আইএফএ শিল্ড। ডুরান্ডের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। গত আইএসএলেও সাফল্য আসেনি। ফলে অস্কারের জন্য সামনে অগ্নিপরীক্ষা। সৌভিক অবশ্য আশাবাদী। গত মরশুমে ইস্টবেঙ্গলের সেরা ফুটবলার বললেন, “দল পুরোপুরি তৈরি। সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। ফলে ফিটনেসের সমস্যা নেই। আগামী যে টুর্নামেন্টই হবে, দল নিজের সেরাটা দেবে এবং চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে।”

লাল-হলুদ তারকা আরও বলছেন, “ভারতীয় প্লেয়াররা যত ম্যাচ পাবে, তত ভালো। সেটা জাতীয় দলের জন্যও ভালো হবে। আইএসএলে নামার আগে এই দুটো টুর্নামেন্ট যত ম্যাচ খেলার সময় পাবে, তত ভালো।” এর মধ্যে বিতর্ক বেঁধেছে সুপার কাপে বিদেশি খেলানো নিয়ে। ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এবারের সুপার কাপ হতে চলেছে গোয়ায়। মোহনবাগান ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, সুপার কাপে চার বিদেশি খেলিয়ে ভারতীয় ফুটবলারদের আরও বেশি করে ধরে সুযোগ দেওয়া হোক। সৌভিক অবশ্য সেই বিতর্কে ঢুকতে রাজি নন। যে নিয়ম হবে, সেই অনুযায়ী খেলতে রাজি বলে জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ