স্টাফ রিপোর্টার: জোরকদমে চলছে ইস্টবেঙ্গলের দল গোছানোর প্রস্তুতি। ইতিমধ্যেই রিয়াল কাশ্মীরের ডিফেন্সিফ মিডিও রামসাঙ্গা ট্রাইচুংকে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। এবার লাল-হলুদের পথে রাজস্থান ইউনাইটেডের দীর্ঘদেহী ডিফেন্ডার মার্তণ্ড রায়না।
২৪ বছর বয়সি ফুটবলার গত মরশুমে আই লিগে ২১টি ম্যাচ খেলেছেন। ৪টি গোলও আছে। ডিফেন্সে ভরসা দেওয়ার পাশাপাশি বল ধরে খেলতে পারেন। হেডিং ভালো, ফলে রক্ষণে যেমন নিরাপত্তা দিতে পারবেন, তেমনই আক্রমণেও কার্যকরী হবেন। বল কেড়ে নেওয়ার ক্ষমতার জন্যও মার্তণ্ডের নাম চর্চিত। আইএসএলের বেশ কয়েকটি ক্লাবের নজর থাকলেও ইস্টবেঙ্গলই হতে চলেছে তাঁর নতুন ঠিকানা। গত মরশুমে বিদেশি হেক্টর ইউস্তে বা হিজাজি মাহের একেবারেই ভরসা দিতে পারেননি। সেক্ষেত্রে প্রয়োজনে আনোয়ার-মার্তণ্ড দেশি জুটিও কাজে লাগতে পারে লাল-হলুদের।
অন্যদিকে রামসাঙ্গা ট্রাইচুংকে দলে পাওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। আপাতত তাঁকে তিন বছরের জন্য দলে পেতে চাইছে লাল-হলুদ শিবির। গত মরশুমে আইজল এফসি থেকে রিয়াল কাশ্মীরে যোগ দিয়েছিলেন এই মিজো ফুটবলারটি। ডিফেন্সিফ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন রামসাঙ্গা। গত মরশুমে আই লিগে একটি বাদে সব ম্যাচে খেলছেন রামসাঙ্গা। তাঁকে নিতে আগ্রহী ছিল আইএসএলের আরেক দল পাঞ্জাব এফসিও।
এদিকে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের রিজার্ভ দল খেলবে কলকাতা লিগে। কলকাতা লিগের অনুশীলনেও নজর রাখছেন লাল-হলুদের ডিরেক্টর অব ফুটবল থাংবোই সিংটো। আগামী সপ্তাহে অনুশীলনে যোগ দেবেন এই দলের দায়িত্বে থাকা কোচ বিনো জর্জ-সহ আরও কয়েকজন ফুটবলার। রবিবার অনুশীলনে যোগ দেওয়ার কথা ভনলালপেকা গুইতের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.