Advertisement
Advertisement
Madih Talal

আইএসএল শেষ তালালের, পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিরাট ধাক্কা ইস্টবেঙ্গলে

ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন তালাল।

East Bengal star Madih Talal ruled out of ISL 2024-25

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:December 19, 2024 8:37 pm
  • Updated:December 19, 2024 8:37 pm   

শিলাজিৎ সরকার: পাঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বড়সড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। আইএসএলের গোটা মরশুম থেকেই ছিটকে গেলেন মাদিহ তালাল। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছিলেন। খেলা চলাকালীনই তাঁকে মাঠ ছাড়তে হয়। অবশেষে বৃহস্পতিবার জানা গেল, এবারের মতো আইএসএল শেষ তারকা ফুটবলারের।

Advertisement

ওড়িশার বিরুদ্ধে ম্যাচের প্রথমদিকেই বিশ্রী চোট পেয়েছিলেন তালাল। তারপর থেকে লাল-হলুদ কর্তাদের তরফে তাঁর চোট নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাঞ্জাব এফসির বিরুদ্ধেও তাঁকে মাঠে দেখা যায়নি। এমআরআই-এর প্রাথমিক রিপোর্টে জানা যায়, এসিএলে গ্রেড ৩ টিয়ারের চোট রয়েছে। তার পর থেকেই আশঙ্কা ছড়ায়, হয়তো চলতি মরশুমে আইএসএলে আর খেলা হবে না তালালের। কারণ এ ধরনের চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে সাধারণত দশ মাসেরও বেশি সময় লেগে যায়। যা অতীতে দেখা গিয়েছে জনি কাউকো বা জর্ডন এলসের ক্ষেত্রে।

গত মরশুমে আইএসএলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এবার লাল-হলুদ জার্সিতেও বেশ ভালো পারফর্ম করেছেন। কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দিকে ধুঁকতে থাকা দলকে আর জয়ের মুখ দেখাতে পারবেন না তিনি। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের অনুশীলনে হাজির ছিলেন দেবব্রত সরকার। প্র্যাকটিস শেষ হওয়ার পরেই লাল-হলুদের তরফে তালালের চোট নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়। তালাল না থাকায় নিঃসন্দেহে ধাক্কা খাবে ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান।

উল্লেখ্য, দু বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছিলেন মাদিহ তালাল। গত আইএসএলে পাঞ্জাব এফসি-র জার্সিতে দুরন্ত ফুটবল খেলেছেন এই ফ্রেঞ্চ-মরোক্কান ফুটবলার। মিডফিল্ডার হয়েও লিগে ২২ ম্যাচে ৬টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। আই লিগ থেকে উঠে এসেই যে আট নম্বরে আইএসএল শেষ করেছিল পাঞ্জাব, তার কৃতিত্ব অনেকটাই তালালের। কিন্তু নতুন ক্লাবের জার্সিতে প্রথম মরশুমটায় কেবলই হতাশা থাকল তারকা ফুটবলারের কপালে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ