ছবি সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কলকাতা লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কালীঘাট মিলন সংঘ। এই ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে শেষ করাই এখন লক্ষ্য লাল-হলুদ কোচ বিনো জর্জের। তাই শুক্রবারের ম্যাচে সিনিয়র দলের সদস্যদের উপর ভরসা রাখছেন তিনি।
লিগের ম্যাচে রিজার্ভ দলের সদস্যদের সঙ্গে সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, এডমুন্ড লালরিনডিকা, পিভি বিষ্ণু, প্রভাত লাকরা, ডেভিডের মতো সিনিয়রদের নিয়মিত খেলাচ্ছে ইস্টবেঙ্গল। শুক্রবারও কালীঘাটের বিরুদ্ধে স্কোয়াডে থাকছেন তাঁরা। এ প্রসঙ্গে কোচ বিনোর বক্তব্য, “কলকাতা লিগের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতা শুধু ফুটবলার তুলে আনার মঞ্চ নয়। সেজন্য ডেভলপমেন্ট লিগ হয়। শুধু জুনিয়রদের নিয়ে দল গড়লে তা সমর্থকদের কাছে আকর্ষণীয় হবে না। সিনিয়রদের সঙ্গে খেললে জুনিয়ররা অনেক কিছু শিখতেও পারবে।”
মঙ্গলবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে চার গোল দিয়ে জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ইস্টবেঙ্গল। জোড়া গোল করেছেন বিষ্ণু। সেই ম্যাচের প্রথম একাদশই কালীঘাটের বিরুদ্ধে নামাতে চলেছেন বিনো। তাঁর লক্ষ্য, কলকাতা লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখা।
আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম কালীঘাট মিলন সংঘ
দুপুর ৩.০০, নৈহাটি স্টেডিয়াম
সরাসরি এসএসইএন অ্যাপে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.