স্টাফ রিপোর্টার: রবিবার কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসি’র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ম্যাচটা দু’পক্ষের কাছেই ‘মরাবাঁচার’ লড়াই। কারণ তিন ম্যাচের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পয়েন্ট নষ্টের ভুল করলে তার ক্ষমা পাওয়া কার্যত অসম্ভব। এই ম্যাচে কোনও টিকিট রাখছে না আইএফএ। বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ জিতেছে ৩ গোলে, ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান ৪। তবে লাল-হলুদ কোচ বিনো জর্জের চিন্তা কিশোরভারতীর মাঠ নিয়ে। শনিবার তিনি বলেন, “ওই মাঠে আমরা সাম্প্রতিক সময়ে খেলিনি। জানি না কেমন আচরণ করবে। তবে আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই নামছি। আশা করছি ওরা সেরা দলই নামাবে।”
সুপার সিক্সের প্রথম ম্যাচে কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি সায়ন বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ মজুমদার। দুই ফুটবলারই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে থাকছেন। ইস্টবেঙ্গলের পাওনা পিভি বিষ্ণু এবং গুইতের ফর্ম। তাঁদের নিয়েই ঘুঁটি সাজাচ্ছেন বিনো।
ডুরান্ড কাপ সেমিফাইনালে ইস্টবেঙ্গল হারে ডায়মন্ড হারবারের কাছে। সেই জয়ের নায়ক জবি জাস্টিনের উপর রবিবার ভরসা রাখছে ডায়মন্ড হারবার। শনিবার বিকালে বিধাননগরে তাদের লিগ দলের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন সিনিয়র দলের হেডস্যর কিবু ভিকুনা। তিনিও বলে গেলেন, তিন পয়েন্ট অন্য কোনও ভাবনা নেই তাঁর দলেরও।
আজ কলকাতা লিগে
ইস্টবেঙ্গল বনাম
ডায়মন্ড হারবার এফসি
কিশোরভারতী, দুপুর ৩.০০
সরাসরি এসএসইএন অ্যাপে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.