সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোদ্দ বছর পর কলকাতা মাতাতে আসছেন লিওনেল মেসি। অন্যান্য কর্মসূচির সঙ্গে কলকাতা ডার্বিও উপভোগ করবেন আর্জেন্টাইন মহাতারকা। জানা গিয়েছে, মেসির কলকাতা সফর উপলক্ষে মাঠে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। দুই দলের তারকা একাদশের ম্যাচে হাজির থাকবেন এলএমটেন। বিশেষ ডার্বির বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেবেন তিনি।
দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনাটা ১৪ বছর আগে ভারতীয় ফুটবলের রাজধানীতে করেছিলেন মেসি। অবশ্য তখনও বিশ্ব ফুটবলের অবিসংবাদিত মহানায়ক হয়ে ওঠেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। কয়েকটা ব্যালন ডি’অর জিতলেও সর্বকালের সেরার তালিকায় শীর্ষস্থানীয় হননি মেসি। ১৪ বছর পর ফের সেই যুবভারতীতে ফিরতে চলেছেন লিওনেল মেসি। এবার বিশ্বজয়ী হিসাবে, সর্বকালের অন্যতম সেরা হিসাবে। তবে এবার ম্যাচ খেলবেন না মেসি, যোগ দেবেন ‘গোট কনসার্টে’। যে কনসার্ট আয়োজন করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকার সম্মানে।
১৩ ডিসেম্বর, কলকাতার যুবভারতীতে গোট কনসার্ট আয়োজিত হবে। ওইদিনই খেলা হবে মিনি ডার্বি। ১১ জন করে ফুটবলার থাকবেন দুই দলেই। মোহনবাগান মেসি অল স্টার্স বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টার্সের এই ম্যাচে দুই দলের সেরা দেশি-বিদেশি তারকারা খেলবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জয়ী দলকে বিশেষ পুরস্কার দেবেন মেসি স্বয়ং। গোটা ডার্বি ম্যাচও দেখবেন তিনি।
উল্লেখ্য, মেসির কলকাতা আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে গোট কনসার্টের টিকিট। Zomato District অ্যাপ থেকে কাটা যাবে এই গোট কনসার্টের টিকিট। টিকিট শুরু হচ্ছে ৩৮৩৫ টাকা থেকে। সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম ১৪,৭৫০ টাকা। এই টিকিট থাকলে বসা যাবে ভিআইপি-তে। মেসি দর্শনকে কেন্দ্র করে যে মঞ্চ ভাবা হয়েছে, তাতে উপস্থিত থাকবেন অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই মঞ্চ ভাগ করে নিতে পারেন অমিতাভ বচ্চন। এবার গোট কনসার্টের জৌলুস আরও বাড়িয়ে দেবে এই মিনি ডার্বি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.