Advertisement
Advertisement
East Bengal

গত মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, সরকারি ঘোষণা আইএফএ’র

পুজোর আগে লাল-হলুদ সমর্থকরা পেয়ে গেলেন আনন্দ সংবাদ।

East Bengal was the last season's CFL champion, official announcement by IFA
Published by: Prasenjit Dutta
  • Posted:September 20, 2025 5:49 pm
  • Updated:September 20, 2025 6:53 pm   

প্রসূন বিশ্বাস: চলতি কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে ইস্টবেঙ্গল। সোমবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে হারালেই চ্যাম্পিয়ন হবে লাল-হলুদ ক্লাব। তার আগেই লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে সুখবর। ইস্টবেঙ্গলকে গত মরশুমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করল আইএফএ। পুজোর আগে লাল-হলুদ সমর্থকরা পেয়ে গেলেন আনন্দ সংবাদ।

Advertisement

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “অনেকের মনেই বিরূপ ভাবনা ছিল যে, আইএফএ ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করছে না। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান আলোচনা চলেছিল। অনেকের মনে প্রশ্ন ছিল, কেন ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করছে না আইএফইএ ? আসলে কোর্টের কোনও অর্ডা‌র থাকলে তার বিরুদ্ধে গিয়ে কোনও কিছু করা সম্ভব হয় না। সেটা করলে আদালতের অবমাননা করা হয়। সেক্ষেত্রে শাস্তিও হতে পারে। আমরা আইন মেনেই এতদিন কিছু ঘোষণা করিনি। গত কাল যখন হাই কোর্ট থেকে নির্দেশ আসে, ইস্টবেঙ্গলকে গত মরশুমে চ্যাম্পিয়ন ঘোষণায় কোনও বাধা থাকবে না, তখনই আমরা স্থির করি এটা নিয়ে অযথা দেরি করা যাবে না। কারণ বহু মানুষ অনেক দিন এটার জন্য অপেক্ষা করে আছেন।”

আইএফএ সচিবের সংযোজন, “এটা নিয়ে আজ জরুরি ভিত্তিতে আমাদের বৈঠক হয়। সেখানে আমাদের সদস্যরা উপস্থিত ছিলেন। ছিলেন আইনজীবী অপূর্ব ঘোষও। তাঁর সঙ্গেও আদালতের অর্ডার নিয়ে আলোচনা হয়। তিনি জানান, আমরা হাই কোর্টের অর্ডার মেনে ঘোষণা করতে পারি। তাতে কোনও বাধা নেই। সেই সূত্র ধরে সকলে মিলে আলোচনা করে ২০২৪-২৫ মরশুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আর ডায়মন্ড হারবার এফসি রানার্স হয়েছে।” 

অনির্বাণ আরও বলেন, “পয়েন্ট তালিকা, আদালতের নির্দেশ সমস্ত দিক বিচার করেই এই সিদ্ধান্ত। আজকের মধ্যেই সংশ্লিষ্ট ক্লাবগুলোর কাছে চিঠি চলে যাবে। আইএফএ’র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা দূর করার প্রয়োজন ছিল।” উল্লেখ্য, সোমবার ইউনাইটেড স্পোর্টসকে হারাতে পারলে দু’দিনের ব্যবধানে কলকাতা লিগের দু’টো খেতাব পাবে ইস্টবেঙ্গল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ