সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল করেও গোল হজম করার সেই পুরনো রোগ। আর তার জন্য পয়েন্ট নষ্ট করছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ইস্টবেঙ্গল (East Bengal)।
শনিবার ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গলের সামনে কেরালা ব্লাস্টার্স। পয়েন্ট তালিকা বলছে, লাল-হলুদ এখন ৯ নম্বরে। চার ম্যাচ খেলে চার পয়েন্ট ইস্টবেঙ্গলের।অন্যদিকে কেরল ব্লাস্টার্স রয়েছে চার নম্বরে। আগের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থাকলেও দুগোল হজম করে ম্যাচ খোয়াতে হয় ইস্টবেঙ্গলকে।
কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে কার্লেস কুয়াদ্রাত বলছেন, ”প্রতিপক্ষকে নিয়ে ভাবার সময় নেই আমাদের।আমরা নিজেদের কথাই ভাবছি। নিজেদের নিয়েই চিন্তা ভাবনা করছি।” কুয়াদ্রাত হয়তো বোঝাতে চাইলেন পয়েন্ট তালিকায় কেরল ব্লাস্টার্স লাল-হলুদ শিবিরের থেকে অনেকটা এগিয়ে থাকলেও তাদের নিয়ে ভাবনাচিন্তা করতে রাজি নন।
কুয়াদ্রাত নিজের দলের ছেলেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। সাংবাদিক বৈঠকে স্পেনীয় কোচকে বারংবার প্রশ্ন করে জানতে চাওয়া হয়, মনস্তাত্বিক সমস্যায় কি ভুগছেন তাঁর ছেলেরা? নাহলে এগিয়ে থেকেওম্যাচ হাতছাড়া হচ্ছে কীভাবে?
কুয়াদ্রাত জানাচ্ছেন, প্লেয়াররা ঠিক পথেই এগোচ্ছে। শেষ দুটো ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। এবারের দলটা যথেষ্ট লড়াকু। ছেলেদের খেলা নিয়েআমি সন্তুষ্ট।” তবে সেট পিসে যে আরও উন্নতির প্রয়োজন রয়েছে সেকথা মেনে নিচ্ছেন কুয়াদ্রাত। অবশ্য ইন্ডিয়ান সুপার লিগের এখনও ঢের বাকি। কুয়াদ্রাতের নজরে শনিবারের কেরালা ব্লাস্টার্স ম্যাচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.