ইস্টবেঙ্গল – ৩ নর্থ-ইস্ট ইউনাইটেড –১
(ক্লেটন, কিরিয়াকো, জর্ডন) (ডার্বিশায়ার)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) হাত ধরে অবশেষে জয়ের সরণীতে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। বৃহস্পতিবার নর্থ-ইস্ট ইউনাইটেডকে (North East United) তাদের ঘরের মাঠেই পরাস্ত করল লাল-হলুদ ব্রিগেড। ডার্বির আগে স্বস্তি ফিরল লেসলি ক্লডিয়াস সরণীতে। আইএসএলের প্রথম দুটো ম্যাচে হার মানতে হয়েছিল কনস্ট্যানটাইনের দলকে। তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট ঘরে তুলল।
এই ম্যাচের আগে আইএসএলে টানা দশ ম্যাচ জয়হীন ছিল লাল-হলুদ। দশটা ম্যাচের মধ্যে আটটি ম্যাচেই হার মানতে হয়েছিল। দুটো ম্যাচ ড্র করেছিল লাল-হলুদ। গতবারের আইএসএলে এসেছিল একটি মাত্র জয়। গোয়ার বিরুদ্ধে এসেছিল সেই জয়। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন নাওরেম মহেশ।
এদিন ইস্টবেঙ্গলের প্রথম গোলের পিছনে অবদান রয়েছে নাওরেম মহেশের। তিনিই বল ছিনিয়ে নিয়ে পাস বাড়ান ব্রাজিলীয় ক্লেইটনকে। বল ধরে ঠান্ডা মাথায় গোল করেন ক্লেইটন। গতবার ইস্টবেঙ্গলের গোল আগলানোর দায়িত্বে ছিলেন অরিন্দম। এবার তিনি দল বদল করেছেন। ক্লেইটনের শট ধরতে পারেননি বহু যুদ্ধের সৈনিক অরিন্দম। অবশ্য সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল নর্থ-ইস্টও। ডার্বিশায়ার কীভাবে যে গোলের সুযোগ নষ্ট করলেন, তা বিশ্বাসই করতে পারেননি তাঁর কোচ।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলই প্রাধান্য দেখিয়েছে। কিরিয়াকো দূরপাল্লার শটে ২-০ করেন ইস্টবেঙ্গলের হয়ে। অরিন্দম শরীর ছুঁড়েও সেই বলের নাগাল পাননি। জর্ডন ডোহার্টি ৩-০ করেন। নর্থ-ইস্ট ইউনাইটেড ব্যবধান কমায় ডার্বিশায়ারের গোলে। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডার্বিশায়ার ইস্টবেঙ্গলের জালে বল জড়ান। এদিনের ম্যাচের আগে দুটো দলই দুটো করে ম্যাচ খেলেছিল। কেউই জিততে পারেনি। এদিন অবশ্য ইস্টবেঙ্গল বহু প্রতীক্ষিত জয় পেল। এবারের আইএসএলে প্রথম জয়। এই জয়ের খোঁজেই তো ছিলেন সমর্থকরা।
Here are ‘s first victory under in 📸’s (1/3)
— Indian Super League (@IndSuperLeague)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.