ইস্টবেঙ্গল: ১ (সঙ্গীতা)
কিটচি: ১ (হো মুই)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে নমপেন ক্রাউনকে হারানোর পর কিটচি এফসি’র বিরুদ্ধে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল মশাল গার্লসের। সেই কাজে সম্পূর্ণ সফল ইস্টবেঙ্গল। কাম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে কিটচির সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। লাল-হলুদ বাহিনীর হয়ে গোল করেন সঙ্গীতা বাসফোর।
এই ম্যাচে নামার আগে লাল-হলুদ কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস সাফ জানিয়েছিলেন ড্র নয়, জিতেই মূল পর্বে জেতে চান। সঙ্গীতা বাসফোর, ফাজিলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউলদের অস্ত্র করেই দল সাজিয়েছিলেন তিনি। যার সুফল পান ম্যাচের ৯ মিনিটের মধ্যেই। ফাজিলার তৈরি করে দেওয়া বল থেকে গোল করে যান বাংলার মেয়ে সঙ্গীতা। পালটা লড়াইয়ের চেষ্টা করেছিল হংকংয়ের ক্লাব। কিন্তু পান্থোই চানুর সামনে তারা সাফল্য পায়নি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।
কিন্তু দ্বিতীয়ার্ধে কিটচি সমতা ফেরায়। ৫৯ মিনিটে গোল করেন হো মুই মেই। শেষ পর্যন্ত ফলাফল ১-১। অ্যান্থনির প্রত্যাশামতো জয় না পেলেও যোগ্যতাঅর্জন পর্বে গ্রুপ শীর্ষেই রইল তারা। ড্র করেও মূল পর্বে উঠল ইস্টবেঙ্গল। এর আগে ভারত থেকে ওড়িশা এফসি মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখাল ইস্টবেঙ্গল।
FT | East Bengal FC 1️⃣-1️⃣ Kitchee SC
A hard-fought draw is enough for East Bengal to finish top of Group E and book their place in the Group Stage!
— AFC Women’s Football (@TheAWCL)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.