ইস্টবেঙ্গল: ১ (৪)
শ্রীভূমি: ১ (২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ দলের লাগাতার ব্যর্থতার হতাশা ভুলিয়ে দিলেন ইস্টবেঙ্গলের মেয়েরা। ইন্ডিয়ান ওমেন’স লিগের পর এবার কন্যাশ্রী কাপেও চ্যাম্পিয়ন লাল-হলুদ শিবির। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাই ব্রেকারে হারিয়ে সেরার শিরোপা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা দল।
এই কন্যাশ্রী ক্লাবের ফাইনাল ঘিরে কম জলঘোলা হয়নি। ইস্টবেঙ্গল শুরুতে জানিয়েছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে তাঁদের পক্ষে কন্যাশ্রী কাপের ফাইনাল খেলা সম্ভব নয়। কিন্তু আইএফএ তাদের অনুরোধ মানেনি। ফলে এদিন দল নামাতে বাধ্য হয় লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল কর্তারা জানান, আইএফএর সিদ্ধান্তের প্রতিবাদকে সঙ্গী করেই তারা ফাইনালে দল নামাবেন। সেই মতো দল নামানো হয়। এবং খেলার মাঠে দুর্দান্ত পারফর্ম করেন তিনি।
আসলে এই মরশুমে আইডব্লুএল চ্যাম্পিয়ন হয়ে দারুণ সাড়া ফেলেছে ইস্টবেঙ্গলের মেয়েরা। অন্যদিকে গতবার শ্রীভূমি এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। তারাও চাইছিল এই প্রতিযোগিতায় দাপট বজায় রাখতে। ফাইনালেও দুই দল দারুন পারফরম্যান্স দেখাল। ৯০ মিনিটের টানটান লড়াই চলল দুই শিবিরের। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হয়। টাই ব্রেকারে অনবদ্য পারফর্ম ইস্টবেঙ্গল গোলরক্ষক মামনি। শ্রীভূমির জোড়া পেনাল্টি আটকে লাল-হলুদের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জেতে লাল-হলুদ। আইডব্লুউএল এর পর কন্যাশ্রী কাপ, এই মরশুমে দ্বিমুকুট জিতলেন লাল-হলুদের মেয়েরা। মঙ্গলবারের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.