সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নয়, শিল্ডের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে কল্যাণীতে। বুধবার ইস্টবেঙ্গল-শ্রীনিধি ডেকান ম্যাচ দিয়ে এই মরশুমের শিল্ড শুরু। একই সঙ্গে উদ্বোধনী ম্যাচের জন্য ফুটবলপ্রেমীদের টিকিট কেটে ম্যাচ দেখতে হবে না। এই ম্যাচ ফ্রি টিকিট করছে আইএফএ। শুধু এই ম্যাচই নয়, ফাইনাল বাদে পুরো শিল্ডটাই টিকিট ফ্রি রাখার পরিকল্পনা করেছে আইএফএ। যদিও আইএফএ শিল্ডে নামার আগে চিন্তা বাড়ল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। রিজার্ভ দলের সঙ্গে ড্র করেছেন হামিদরা। অন্যদিকে, শিল্ডের জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করছে মোহনবাগান।
কেন কিশোরভারতীতে আয়োজন করা যাবে না উদ্বোধনী ম্যাচ? আইইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “শিল্ডের উদ্বোধন কল্যাণীতে করা হচ্ছে। চেষ্টা করা হয়েছিল কিশোরভারতীতে। কিন্তু কিশোরভারতী ৯ তারিখের আগে পাওয়া সম্ভব নয়। তাই বিকল্প মাঠ হিসাবে কল্যাণীকেই বাছা হল। কল্যাণীতে আমরা ঘরোয়া লিগের ডার্বি দেখেছি। সেই ম্যাচে উপচে পড়েছিলেন ফুটবলপ্রেমীরা। এবারের আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচটি দেখতে টিকিট লাগবে না দর্শকদের। কিছু পাসের ব্যবস্থা করা হবে ক্লাবগুলোর জন্য। শুধু উদ্বোধনী ম্যাচ নয়। পরিকল্পনা রয়েছে ফাইনাল ছাড়া পুরো শিল্ডটাকেই টিকিট ফ্রি করার।” এই ম্যাচটি ছাড়া দুই প্রধান বাকি ম্যাচগুলো কলকাতাতেই খেলবে বলে আশ্বাস দিয়েছেন আইএফএ সচিব। আইএফএ’র তরফে শনিবার শিল্ডের সূচি ঘোষণা করা হলেও ভেন্যু ও ম্যাচ টাইম শনিবার দিন ঘোষণা করা হয়নি। ১৮ তারিখ শিল্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শিল্ড অভিযানে নামার তিনদিন আগে অন্তঃস্কোয়াড ম্যাচে দলের হাল দেখে নিতে চেয়েছিলেন লাল-হলুদ হেডস্যর। পাঁচ বিদেশি নিয়ে গড়া অস্কারের প্রথম দল সেই ম্যাচে হারাতে পারল না রিজার্ভবেঞ্চ এবং কলকাতা লিগের একঝাঁক ফুটবলার নিয়ে তৈরি একাদশকে। ম্যাচ শেষ হল ১-১ গোলে। দু’পক্ষের হয়ে গোল করলেন হামিদ আহদাদ ও জেসিন টিকে। প্রথমে মিগুয়েলের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করে যান হামিদ। পরে সেই গোল শোধ করেন জেসিন। মিগুয়েলের একটি গোল অবশ্য বাতিল হয়।
অন্যদিকে, শিল্ডের জন্য সোমবার থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করাবেন কোচ জোস মোলিনা। জেসন কামিংসদের প্রথম ম্যাচ আগামী ৯ অক্টোবর। প্রতিপক্ষ গোকুলাম এফসি। আই লিগের টিম হলেও গোকুলামকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সবুজ-মেরুন শিবির। শিল্ডের নিয়ম অনুযায়ী ছয় বিদেশি রেজিস্ট্রেশন করানো গেলেও প্রথম একাদশে চারজন বিদেশি রাখা যাবে। সেই অনুযায়ী নিজের পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান কোচ মোলিনা। প্রসঙ্গত, মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে দু’টো আলাদা গ্রুপে রাখা হয়েছে। দু’টো গ্রুপ থেকে একটা করে টিম ফাইনালে উঠবে। গোকুলামের পর মোহনবাগানের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। ওই ম্যাচ ১৫ অক্টোবর।
বুধবার উদ্বোধনী ম্যাচে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ পার্থ ভৌমিককে আমন্ত্রণ জানানো হবে। ঢাক বাজিয়ে উদ্বোধন করা হবে শিল্ডের। আইএফএ সচিবের আশা, ঘরোয়া লিগের ডার্বিতে যেমন উন্মাদনা দেখা গিয়েছিল কল্যাণীতে, তেমনই শিল্ড নিয়েও আগ্রহ থাকবে কল্যাণী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল নামার পরের দিনই শিল্ডে গোকুলাম কেরালার বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান। ফাইনাল ছাড়া সব ম্যাচই দুপুর তিনটে থেকে শুরু হবে। ইস্টবেঙ্গলের গ্রুপে শ্রীনিধি ছাড়াও রয়েছে নামধারী এফসি। মোহনবাগানের গ্রুপে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও গোকুলাম কেরালা। ঠিক হয়েছে চার বিদেশি খেলতে পারবে ক্লাবগুলো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.