Advertisement
Advertisement

নেইমারের সঙ্গে ‘থ্রিসাম’, সন্তান গর্ভে! চাঞ্চল্যকর ভিডিও শেয়ার এসকর্টের

যৌনতায় লিপ্ত হতে মোটা অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়েছিল তাঁকে, দাবি ওই এসকর্টের।

Escort who 'became pregnant after intimacy with Neymar' reveals gender of baby
Published by: Subhajit Mandal
  • Posted:March 27, 2025 12:13 pm
  • Updated:March 27, 2025 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসকর্টের সঙ্গে উদ্দাম যৌনতা। বিছানায় ভিন্ন স্বাদ পেতে থ্রিসাম। যার জেরে সন্তানসম্ভবা ওই এসকর্ট! আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে যিনি, তাঁর নাম নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান মহাতারকা, বিশ্বফুটবলের মহারথী। বিতর্কের মুখে অবশ্য সবটাই অস্বীকার করেছেন নেইমার।

Advertisement

ব্রাজিলিয়ান এসকর্ট এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাইরা মাসেদা সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, ফুটবল মহাতারকা নেইমার তাঁর সঙ্গে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হয়েছিলেন। সেজন্য তাঁকে মোটা অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়। সেই সঙ্গমের জেরেই তিনি মা হতে চলেছেন। নিজের ইউএসজি রিপোর্টও ভিডিওতে দেখিয়েছেন নাইরা। দেখিয়েছেন প্রেগনেন্সি কিটের রিপোর্টও। নাইরার দাবি, তাঁর গর্ভে পুত্রসন্তান রয়েছে। আর এই সন্তান নেইমারের।

আসলে ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নেইমার। একে তো চোটের জন্য মাঠের বাইরে তিনি। তাঁর দল হারছে। এবার মাঠের বাইরের বিতর্কও তাড়া করছে নেইমারকে। নাইরার এই দাবি তাঁকে অস্বস্তিতে ফেলেছে। যদিও নেইমার ইতিমধ্যেই দাবি করেছেন, ওই সন্তান তাঁর নয়। নাইরাও অবশ্য নিজের দাবিতে অনড়। তিনি ওই ভিডিওতেই দাবি করেছেন, দরকারে সন্তানের ডিএনএ টেস্ট করাতেও রাজি তিনি।

উল্লেখ্য, এর আগে ৩ সন্তান রয়েছে নেইমারের। গতবছর ৩ জুলাই তৃতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। নেইমারের তিন সন্তানের মা আলাদা। তৃতীয় সন্তানের মায়ের নাম আমান্দা কিম্বার্লি। তিনি ব্রাজিলিয়ান মডেল ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নেইমারের দ্বিতীয় সন্তানের মায়ের নাম ব্রুনো বিয়ানকার্ডি। নেইমার ও বিয়ানকার্ডির মেয়ের নাম মাভি। নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা। তার বয়স ১৩ বছর। ২০ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হন ব্রাজিলিয়ান সুপারস্টার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement