Advertisement
Advertisement
Kolkata Derby

টিম নিয়ে ধোঁয়াশা রেখে দিচ্ছেন মোলিনা, ধাক্কা ইস্টবেঙ্গলে, দেশে ফিরলেন রশিদ

ডার্বি নিয়ে উত্তাপ বাড়ছে শহরে, টিকিট নিয়ে হাহাকার

Excitement is building between the two teams over the Kolkata derby
Published by: Prasenjit Dutta
  • Posted:August 16, 2025 10:04 am
  • Updated:August 16, 2025 1:41 pm   

স্টাফ রিপোর্টার: ইতিমধ্যেই ডুরান্ডের ডার্বির টিকিটের হাহাকার। রবিবার যুবভারতী ভরতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। এই ডার্বির আগে দুই শিবিরেই রীতিমতো উত্তাপ বাড়ছে। তারমধ্যে ইস্টবেঙ্গল অনুশীলনে নেমে গেলেন রক্ষণের ফুটবলার জয় গুপ্তা। যদিও এই ভারতীয় ফুটবলারের সইয়ের বিষয়টি শুক্রবার রাত পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করেনি ইস্টবেঙ্গল। জয়ের অনুশীলনে যোগ লাল-হলুদ সমর্থকদের রীতিমতো উচ্ছ্বাস বাড়ল, তা বলাই যায়। পুরোদমে দলের সঙ্গে অনুশীলনও করলেন জয়। তবে জানা গিয়েছে, তাঁকে ডুরান্ড কোয়ার্টার ফাইনালের জন্য রেজিস্ট্রেশন করাচ্ছে না ইস্টবেঙ্গল।

Advertisement

ডার্বির আগে বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে। মহম্মদ রশিদের পিতৃবিয়োগ হয় শুক্রবার। তিনি দেশে ফিরে গিয়েছেন। অনুশীলন শেষে সেই খবর পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে দেশে ফেরার অনুমতি দিয়ে দেয় লাল-হলুদ ম্যানেজমেন্ট। ডার্বিতে রাশিদের না থাকাটা ফ্যাক্টর হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। অন্যদিকে, মোহনবাগান শিবিরও ডার্বির আগে পুরো মনোনিবেশ করে দিয়েছে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে। যদিও গত কয়েকদিন ধরেই একাধিক কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন মোহনবাগান কোচ জোস মোলিনা। দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও চেষ্টা চলছে দিমিত্রি পেত্রাতোসকে ফিট করিয়ে ডার্বিতে নামানোর।

এমন পরিস্থিতিতে দিমিত্রি পুরো ম্যাচ খেলার জায়গায় না থাকলেও কিছুটা সময় হলেও তাঁকে মাঠে নামাবেন মোলিনা। কয়েকদিন আগে অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন টম অলড্রেড। এদিন অনুশীলনে দেখা গেল সব বিদেশিরাই ফিট। শুক্রবার মোলিনা সেট পিস মুভমেন্টের ওপর জোর দিলেন। কিছুদিন আগেই চোট পেয়েছিলেন সুহেল ভাট। তাঁকেও দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা গেল। তবে দল নিয়ে এখনও ধোঁয়াশায় রাখছেন মোলিনা।

আশা করা যাচ্ছে টম অলড্রেড, আলবার্তো রডরিগেজ আর জেমি ম্যাকলারেনদের প্রথম একাদশে রাখবেন তিনি। দিমিত্রি আর কামিংস পরিবর্ত হিসাবে আসতে পারেন। যদিও দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার অনুশীলনে নেবেন মোহনবাগানের গতবারের আইএসএল লিগ শিল্ডজয়ী কোচ। ঘরোয়া লিগে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে মোহনবাগানকে। এবার আর কোনও রকম ঝুঁকি না নিয়েই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ঝাঁপাতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। গতবার ডুরান্ডে ডার্বি হয়নি। এবার কোয়ার্টার ফাইনালে দুই প্রধান দেখা হতেই উন্মাদনা চরমে পৌঁছে গিয়েছে এই ম্যাচকে ঘিরে। এমনকী ডার্বির টিকিট সংগ্রহের জন্য সবুজ-মেরুন ক্লাবের বাইরে রাতভর অপেক্ষা করতে দেখা গিয়েছে সমর্থকদের। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ