Advertisement
Advertisement
Pakistan Football

ভুয়ো নথি দিয়ে মানব পাচারের চেষ্টা! জাপান থেকে ‘ঘাড়ধাক্কা’ পাকিস্তানি ফুটবল ক্লাবকে

২২ জনের একটি ফুটবল দলকে শিয়ালকোট থেকে জাপানে পাঠানো হয়েছিল।

'Fake' Football Team From Pakistan Makes It To Japan, Gets Deported With Warning

প্রতীকী ছবি

Published by: Arpan Das
  • Posted:September 17, 2025 11:52 am
  • Updated:September 17, 2025 12:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে এমনিতেই চাপে পাকিস্তান। শুধু ক্রিকেট মাঠে নয়, ফুটবল মাঠেও ফাঁস পাকিস্তানের ‘কীর্তি’। ভুয়ো ফুটবল দল পাঠানোর অভিযোগে জাপান থেকে পত্রপাঠ ফেরত পাঠানো হল পাকিস্তানকে। এমনকী, ভুয়ো নথি প্রদানের জন্য মনে করা হচ্ছে এর সঙ্গে মানব পাচার চক্রের সম্পর্ক থাকতে পারে।

Advertisement

পাকিস্তানের তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২২ জনের একটি দল শিয়ালকোট থেকে বিমানে রওনা দেয়। কিন্তু জাপানের কর্তৃপক্ষ বুঝতে পারে, তাদের সমস্ত নথি ভুয়ো। দ্রুত তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে, ফুটবল দলের ছদ্মবেশে মানব পাচার চক্রের পরিকল্পনাও থাকতে পারে। পাকিস্তানের তদন্তকারী সংস্থা মালিক ওয়াকাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গুর্জনওয়ালা থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে।

তদন্তকারীদের বক্তব্য, ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের একটা দলের মাধ্যমে জাপানে ২২ জনকে পাঠিয়েছিল ওয়াকাস। সেই জন্য প্রত্যেকের থেকে ৪০ লক্ষ টাকা করে আগাম নেন অভিযুক্ত। বলা হয়েছিল, যাতায়াত বাবদ এই টাকা নেওয়া হয়েছে। তবে জাপানে ঢুকতেই সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যায়। ওই ২২ জনের পরিচয়পত্র দেখে সন্দেহ হয় জাপানের আধিকারিকদের। তাঁদেরকে সতর্ক করে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

একই সঙ্গে পাকিস্তানকেও সতর্ক করেছে জাপান। কিন্তু প্রশ্ন হল, একসঙ্গে এতজন ভুয়ো পরিচয়পত্র দিয়ে শিয়ালকোট বন্দর থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্রই বা পেল কী করে? আর এই ঘটনায় সমস্যায় পড়ছেন জাপানে বসবাসকারী পাকিস্তানিরা। অন্যদিকে ওয়াকাসের বিরুদ্ধে তদন্ত চলছে। আরও তথ্য পাওয়ার আশায় পাকিস্তানের তদন্তকারী সংস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ