ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র একবছর গড়াতে না গড়াতে শেষ হয়েছে মানোলো মার্কেজ জমানা। গত বুধবার (২ জুলাই) কার্যকরী কমিটির বৈঠকে মানোলোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ঠিক ছিল খুব শীঘ্রই নয়া কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেবে ফেডারেশন। সেই মতো শুক্রবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
AIFF-এর ওয়েবসাইটে আবেদন করতে পারবেন ইচ্ছুক কোচেরা। তাছাড়া কোচের পদের আবেদন করা ব্যক্তিকে AIFF সেক্রেটারি জেনারেল এবং টেকনিক্যাল কমিটির কাছে রিপোর্ট করতে হবে। এখানে দেখা হবে ফুটবলারদের উন্নয়নের ব্যাপারে তাঁর দক্ষতা। ক্রীড়া বিজ্ঞান, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কতটা চৌকস তাও পরখ করা হবে। এককথায় আধুনিক ফুটবলের খুঁটিনাটি ফুটবলারদের উপর তিনি কীভাবে প্রয়োগ করবেন, দেখা হবে সেসব। অর্থাৎ নানান দিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশন। কোচের সঙ্গে চুক্তি হয়ে গেলে তিনি জাতীয় দলের দায়িত্ব নেবেন। এরপর জাতীয় দলের ডিরেক্টর এবং টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে কাজ করবেন তিনি। প্রসঙ্গত, মানোলোর আমলে একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। তার মধ্যে অন্যতম অবসর ভেঙে সুনীল ছেত্রীর আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা। তাছাড়াও এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ড্র এবং হংকংয়ের কাছে পরাজয় তো রয়েইছে। তাঁর অধীনে ভারত ৮টা ম্যাচে জিতেছে মাত্র একটায়।
শোনা যাচ্ছে, ‘মেন ইন ব্লু’র কোচ হিসেবে যদি কোনও ভারতীয় দায়িত্ব নেন, সেক্ষেত্রে এগিয়ে সঞ্জয় সেন এবং খালিদ জামিলের নাম। তাছাড়াও জল্পনায় রয়েছে
ভ্যান ভুকোমানোভিচ, অ্যাশলে ওয়েস্টউড, পার্ক হ্যাং-সিও, সার্জিও লোবেরার নামও। কেরালা ব্লাস্টার্স এফসি’র সর্বকালের সেরা কোচ ইভান ভুকোমানোভিচ। যুগোস্লাভিয়ার এই প্রাক্তন আন্তর্জাতিক খেলোয়াড় কেরালা ব্লাস্টার্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার আগে স্ট্যান্ডার্ড লিজ, স্লোভান ব্রাতিস্লাভা এবং অ্যাপোলন লিমাসলের মতো শীর্ষ ক্লাবের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, অ্যাশলে ওয়েস্টউড আফগানিস্তানের হেডকোচ থাকাকালীন ভারতকে হারিয়েছিলেন। এই ম্যাচে পরাস্ত হয়ে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে গিয়েছিল ব্লু টাইগার্সদের। এরপর তিনি হংকং জাতীয় দলের দায়িত্ব নেন। তাঁর কোচিংয়েই সম্প্রতি হংকংয়ের কাছে পরাজিত হয়েছিল ভারত। এর আগে বেঙ্গালুরু এফসির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেঙ্গালুরুকে আই লিগও জিতিয়েছেন।
জল্পনায় রয়েছে পার্ক হ্যাং-সিও। ভিয়েতনামি ফুটবলে কার্যত ‘বিপ্লব’ ঘটিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার এই প্রাক্তন ফুটবলার ৫৬ বছরের মধ্যে প্রথমবারের মতো ভিয়েতনামকে ২০১৮ এশিয়ান গেমসের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। ফুটবল বিশেষজ্ঞরা তালিকায় রাখছেন সার্জিও লোবেরার নামও। আইএসএল ইতিহাসে এক মরশুমে আইএসএল শিল্ড এবং আইএসএল ট্রফি জয়ী প্রথম কোচ তিনি। যদিও ওড়িশা এফসি’র সঙ্গে এখনও একবছরের চুক্তি বাকি রয়েছে এই স্প্যানিশ কোচের।
অন্যদিকে, খালিদ জামিলকে চাওয়ার পিছনে যুক্তি হল, আই লিগ থেকে আইএসএল, উভয় ক্ষেত্রেই সফল একটা নাম তিনি। সর্বোচ্চ স্তরে কোচিং করানোর কারণে ভারতীয় ফুটবলকে ভালোমতো চেনেন তিনি। ২০২৩ সাল থেকে তিনি জামশেদপুর এফসি’র দায়িত্বে রয়েছেন। তাঁর কোচিংয়ে আইএসএলে জামশেদপুর যথেষ্ট সফল একটা দল। আলোচনায় রয়েছেন ৬ বছরের অপেক্ষা শেষে বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করানো কোচ সঞ্জয় সেনও। তাঁর আমলে মোহনবাগান একবার ফেডারেশন কাপও জেতে। সম্প্রতি AIFF এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ। কাজ করেছেন মোহনবাগানের যুব উন্নয়ন পরিচালক হিসেবেও। মোহনবাগান ছাড়াও মহামেডান স্পোর্টিংকেও ফেডারেশন কাপ জয়ের স্বাদ দিয়েছেন। দিয়েছেন আইএফএ শিল্ডও। আইএসএলে সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ভারতীয় ফুটবলে সঞ্জয় সেনের অবদান কম নয়। এই জল্পনার মধ্যেই এবার নয়া কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল ফেডারেশন। নতুন কোচ কে হচ্ছেন, তা জানা যাবে শীঘ্রই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.