Advertisement
Advertisement
Club World Cup

ক্লাব বিশ্বকাপে থামল ব্রাজিলীয় রূপকথা, ফ্লুমিনেন্সেকে হারিয়ে ফাইনালে চেলসি

জোড়া গোল ফ্লুমিনেন্সেরই প্রাক্তন ফুটবলারের।

FIFA Club World Cup: Chelsea beats Brazillian club Fluminense to qualify for final
Published by: Arpan Das
  • Posted:July 9, 2025 9:20 am
  • Updated:July 9, 2025 9:28 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বিশ্বকাপে থামল ব্রাজিলীয় রূপকথা। আর সেটাও থামল এক ব্রাজিলীয় ফুটবলারের জোড়া গোলে। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সেকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি। ইংল্যান্ডের ক্লাবের হয়ে দু’টি গোলই করেন ফ্লুমিনেন্সের প্রাক্তন ফুটবলার জোয়াও পেদ্রো।

Advertisement

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের ক্লাব আটকে দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হারিয়েছিল ইন্টার মিলান ও আল-হিলালের মতো শক্তিধর ক্লাবকে। শেষ পর্যন্ত চেলসির কাছে হেরে ফাইনালে ওঠা হল না থিয়াগো সিলভাদের।

ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার কার্লারে চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। যার ক্লাব কেরিয়ার শুরু হয়েছিল ফ্লুমিনেন্সের জার্সিতেই। মাত্র ৮ দিন আগেই তিনি চেলসিতে যোগ দেন। সেমিফাইনালেই প্রথম চেলসির জার্সিতে নামার সুযোগ পান। আর সেখানেই জোড়া গোলের ম্যাজিক। দ্বিতীয় গোলটি করেন ৫৬ মিনিটে। বাঁদিকের প্রান্ত থেকে বক্সের মধ্যে ঢুকে জোরালো শটে তিনি জালে বল জড়িয়ে দেন। ছোটবেলার ক্লাবের প্রতি শ্রদ্ধায় দু’বারই হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন।

ফ্লুমিনেন্সও অবশ্য পালটা লড়াই দিয়েছিল। একবার তাদের শট গোললাইন থেকে বাঁচিয়ে দেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। তাদের একটি পেনাল্টির আবেদনও রেফারি ‘ভার’ দেখে নাকচ করে দেন। আবার চেলসির একটি গোলমুখী শটও বাঁচিয়ে দেন ফ্লুমিনেন্সের ডিফেন্ডার থিয়াগো সিলভা। তিনিও এদিন পুরনো ক্লাবের মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জিতেই ফাইনালে গেল ইংল্যান্ডের ক্লাব। আগামীকাল অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ