Advertisement
Advertisement
FIFA Club World Cup

সুযোগ রিয়াল-সিটির, ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ১৬ চূড়ান্ত, কে কার মুখোমুখি হবে?

ইউরোপের অধিকাংশ হেভিওয়েট ক্লাবই শেষ পর্যন্ত প্রি কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে।

FIFA Club World Cup Round of 16: Who have qualified?
Published by: Subhajit Mandal
  • Posted:June 27, 2025 12:31 pm
  • Updated:June 27, 2025 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিন প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট চূড়ান্ত করে ফেলল ইউরোপের ৩ হেভিওয়েট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জুভেন্তাসকে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় গেল ম্যাঞ্চেস্টার সিটি। রিয়াল মাদ্রিদও অনায়াসে নিজেদের ম্যাচ জিতে উঠে গেল প্রি কোয়ার্টার ফাইনালে।

বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টার সিটি জুভেন্তাসকে হারাল ৫-২ গোলে। সিটি তো শেষ ষোলোয় সুযোগ পেলই, জুভেন্তাসও এদিন হার সত্ত্বেও প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিজেদের শেষ ম্যাচে রেড বুল সালসবার্গকে ৩-০ গোলে হারাল। মাদ্রিদের হয়ে গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র, ফেডেরিকো ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়া। ইউরোপের এই তিন হেভিওয়েট সুযোগ পাওয়ায় ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের সূচিও চুড়ান্ত হয়ে গেল।

যে ১৬ দল প্রি কোয়ার্টার ফাইনালে? 

পালমেইরাস
ইন্টার মায়ামি
প্যারিস সাঁ জাঁ
বোতাফোগো
ফ্ল্যামেঙ্গো
চেলসি
ইন্টার মিলান
মন্তেরই
বরুশিয়া ডর্টমুন্ড
ফ্লুমিনেন্স
বায়ার্ন মিউনিখ
বেনফিকা
জুভেন্টাস

ইউরোপের অধিকাংশ হেভিওয়েট ক্লাবই শেষ পর্যন্ত প্রি কোয়ার্টার ফাইনালে সুযোগ পেয়েছে। ব্রাজিলের চার ক্লাবও রয়েছে তালিকায়। তবে আর্জেন্টিনার দুই হেভিওয়েট ক্লাব ছিটকে গিয়েছে। 

কোন দল কার মুখোমুখি?
পালমেইরাস বনাম বোতাফোগো
বেনফিকা বনাম চেলসি
প্যারিস সাঁ জাঁ বনাম ইন্টার মায়ামি
ফ্ল্যামেঙ্গো বনাম বায়ার্ন মিউনিখ
ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স
ম্যাঞ্চেস্টার সিটি বনাম আল হিলাল
রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস
বরুসিয়া বনাম মন্তেরই

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement