সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আন্সেলোত্তি। নতুন আশায় বুক বাঁধছেন সেলেকাও সমর্থকরা। কিন্তু সেই চুক্তিতে বড়সড় গোলযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে কারণে ফিফার তরফ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।
কিন্তু সমস্যাটা ঠিক কী নিয়ে? রিয়াল অধ্যায় শেষ করে গত ২৬ মে ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আন্সেলোত্তি। কিন্তু সেই চুক্তিতে দিয়েগো ফার্নান্দেজকে ১.২ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৪১ লক্ষ টাকা দিয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা বা সিবিএফ। কে এই দিয়েগো ফার্নান্দেজ? মাদ্রিদের এই বাসিন্দা মূলত ব্যবসায়ী, কিন্তু এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন। সেই বাবদ টাকাও পেয়েছেন।
তবে সমস্যা হল, ফার্নান্দেজ স্বীকৃত ফিফা এজেন্ট নন। অর্থাৎ এজেন্ট হিসেবে তাঁর কোনও লাইসেন্স নেই। সেটা নিয়ে তদন্তে নেমেছে ফিফা। আন্সেলোত্তির সঙ্গে চুক্তির মাস কয়েক আগে তৎকালীন সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ ফার্নান্দেজকে নিয়োগ করেন। পরে এই ফার্নান্দেজই রিয়ালের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এমনকী আন্সেলোত্তির সঙ্গে মাদ্রিদ থেকে রিও দে জেনোইরোতে আসেন। ব্রাজিলের জার্সি পরে উপস্থিতও ছিলেন। ফার্নান্দেজের উপস্থিতি অনেককেই অবাক করেছিল।
জানা যাচ্ছে, ফিফার তরফ থেকে ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল সংস্থাকে নোটিস পাঠিয়েছে। এই চুক্তির সমস্ত নথিপত্র তারা চেয়ে পাঠিয়েছে। আগামী ৪ জুনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। ঘটনা হচ্ছে, ৬ তারিখই ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামবে। ফলে আন্সেলোত্তির নিয়োগ নিয়ে তদন্ত ও ব্রাজিলের পারফরম্যান্স, দুটো নিয়েই চর্চা।
🚨 Carlo Ancelotti with Diego Fernandes, the person who handled the negotiations on behalf of the Brazilian Federation.
— Madrid Xtra (@MadridXtra)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.