সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সময় রবিবার ভোরে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথম ম্যাচে আল আহলির মুখোমুখি হচ্ছে মেসির ইন্টার মিয়ামি। ওই ম্যাচেই একাধিক নতুন নিয়ম চালু করতে চলেছে ফিফা। উন্নতি হচ্ছে প্রযুক্তিরও। এবার ফুটবলেও ঢুকে পড়ল AI।
অহেতুক সময় নষ্ট বা টাইম ওয়েস্টিং রুখতে আন্তর্জাতিক ফুটবলের নিয়মে বড়সড় বদল আসছে। এবার থেকে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখলেই শাস্তি পেতে হবে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড নতুন নিয়মে অনুমোদন দিয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দল এগিয়ে থাকলে বা ড্র করার প্রয়োজন হলে অনেক গোলরক্ষক অহেতুক বল ধরে রেখে সময় নষ্ট করেন। সে ক্ষেত্রে অবশ্য শাস্তির বিধান আছে ফিফার নিয়মে। এতদিন যে নিয়ম ছিল সেই অনুযায়ী, গোলরক্ষকেরা ৬ সেকেন্ড হাতে বল রাখতে পারেন। নিয়ম ভাঙলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রিকিক’ দিতে পারেন। কিন্তু বিশ্ব ফুটবলের কোনও স্তরেই এই নিয়ম বিশেষ মানা হয় না। তবে কোনও গোলরক্ষক ঘনঘন এভাবে বল ধরে রাখলে তাঁকে সতর্ক করেন রেফারি। এমনকী কার্ডও দেখানো যায়। এবার নতুন যে নিয়ম আসতে চলেছে, তাতে গোলরক্ষকরা দীর্ঘক্ষণ বল ধরে রাখলে কড়া শাস্তির বিধান রয়েছে। সরাসরি খেলার উপরই সেটার প্রভাব পড়বে। নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে সঙ্গে সঙ্গে বিপক্ষ দলকে কর্নার বা থ্রো ইন দেওয়া হবে।
পেনাল্টির নিয়মেও কড়াকড়ি করা হচ্ছে। আগে পেনাল্টি কিকের সময় ডবল টাচ হলেই সেই কিক বাতিল করে নতুন করে কিক মারার সুযোগ দেওয়া হত। নতুন নিয়ম অনুযায়ী, যদি রেফারি মনে করেন ইচ্ছাকৃতভাবে ডবল টাচ করেছেন স্ট্রাইকার তাহলে সেই গোল বাতিল করা হবে। আর যদি মনে করেন ওই ডবল টাচ অনিচ্ছাকৃত তাহলে পুনরায় পেনাল্টি কিক মারা হবে। খেলার সময় মাঠের বাইরে থেকে অর্থাৎ টাচলাইন থেকে অনেক সময় খেলায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেক্ষেত্রেও কড়া নিয়ম আসছে। যদি রেফারি মনে করেন অনিচ্ছাকৃতভাবে ডাগআউট থেকে কোচ বা ফুটবলাররা খেলায় বাধা দিচ্ছেন তাহলে রেফারি ফ্রিকিক দিয়ে ছেড়ে দেবেন। কিন্তু যদি রেফারি মনে করেন ওই বাধা ইচ্ছাকৃত তাহলে হলুদ বা লালকার্ড দেখানো হতে পারে। রেফারির সঙ্গে বার্তা আদানপ্রদানের ক্ষেত্রেও এবার থেকে কড়া নিয়ম আসছে। রেফারি আর সাধারণ ফুটবলারদের সঙ্গে কথা বলবেন না। যা অভিযোগ জানানোর বা যা বলার সব বলতে পারবেন শুধু অধিনায়কই। রেফারিও কথা বলবেন শুধু রেফারির সঙ্গে।
এর বাইরে প্রযুক্তিতেও একাধিক বদল আসছে। এবার থেকে আরও কড়াকড়ি করা হবে অফসাইডের ক্ষেত্রে। বলে সেন্সর, একাধিক ক্যামেরার পাশাপাশি অফসাইড নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যও নেওয়া হবে। এবার থেকে রেফারিদের শরীরেও লাগানো হবে ক্যামেরা। যা সম্প্রচারেও আধুনিকতা আনবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.