Advertisement
Advertisement
FIFA World Cup

২০৩০ সালের বিশ্বকাপে খেলবে ৬৪ দেশ! ট্রাম্পের ‘ঘরেই’ ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ?

২০২৬ ফিফা বিশ্বকাপের তিন ম্যাসকটও প্রকাশ্যে এসেছে।

FIFA wants to see 64 teams in the 2030 World Cup

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:September 26, 2025 5:42 pm
  • Updated:September 26, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দেশের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন ৩২ দলের বিশ্বকাপে হত ৬৪ ম্যাচ। এবার সেখানে অনুষ্ঠিত হবে ৮০ ম্যাচ। যদিও ফিফার পরিকল্পনা ভিন্ন। ২০৩০ সালে ছ’টি দেশ আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল। সেই বিশ্বকাপে ৬৪ দলের দলকে সুযোগ দেওয়ার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর তা নিয়ে বৈঠকও হয়েছে। 

Advertisement

২০৩০ সালের বিশ্বকাপে উরুগুয়ে ছাড়াও আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ হবে। স্পেন, পর্তুগাল এবং মরক্কো থাকছে বিশ্বকাপের মূল আয়োজক হিসাবে। সুতরাং, বিশ্বকাপ ফুটবলের শততম আসরের আয়োজক সব মিলিয়ে ছ’টা দেশ। তবে ফিফার ইচ্ছা ২০৩০ বিশ্বকাপে দেশের সংখ্যা বাড়িয়ে ৬৪ করতে। এ ব্যাপারে একপ্রস্থ আলোচনাও শুরু হয়েছে বলে খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এক বৈঠক আয়োজিত হয়েছিল। ফিফার সদর দফতর এখানেই।

বৈঠকে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়ো তাপিয়া, প্যারাগুয়ে ফুটবল সংস্থার সভাপতি রবার্ট হ্যারিসন, উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নাচো আলোন্সো। এখানেই শেষ নয়, বৈঠকে ছিলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাও। কনমেবলের সভাপতি, ফিফার ভাইস প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিঙ্গুয়েজ বৈঠকের পর বলেন, “আমরা মনে করি, ২০৩০ সালে ঐতিহাসিক বিশ্বকাপ হবে। ধন্যবাদ জানাতে চাই ইনফান্তিনোকে। তিনি আমাদের এই যাত্রায় অংশীদার। ফুটবল যখন সবার সঙ্গে মিলে যায়, তখনই তা গোটা বিশ্বের কাছে অন্যরকম তাৎপর্য বহন করে।”

প্রসঙ্গত, ২০২৬ ফিফা বিশ্বকাপের তিন ম্যাসকটও প্রকাশ্যে এসেছে। আগামী বিশ্বকাপের আয়োজক তিন দেশ আমেরিকা, মেক্সিকো এবং কানাডাকে তিনটি প্রাণী চরিত্র ক্লাচ, জায়ু ও ম্যাপল প্রতিনিধিত্ব করবে। ফিফা সভাপতি জানান, ক্লাচ, জায়ু এবং ম্যাপল আনন্দ, শক্তি আর একতার প্রতীক। ক্লাচ দ্য ব্লড ঈগল আমেরিকাকে, জায়ি দ্য জাগুয়ার, মেক্সিকোকে, ম্যাপল দ্য মুস কানাডাকে প্রতিনিধিত্ব করতে চলেছে।

Meet Maple, Zayu and Clutch: The official 2026 FIFA World Cup mascots

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ