ব্রাজিল: ০
ইকুয়েডর: ০
এবং
আর্জেন্টিনা: ১ (আলভারেজ)
চিলি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের ইতিহাসের প্রথম বিদেশি কোচ তিনি। প্রথা ভেঙে ব্রাজিল ফুটবলের কর্তারা তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন দিন বদলের স্বপ্ন নিয়ে। কিন্তু ব্রাজিলের কোচ হিসাবে যাত্রা শুরুর ম্যাচে আন্সেলোত্তি একরাশ হতাশাই উপহার দিলেন। নতুন কোচের অভিষেক ম্যাচে নিজেদের মেলে ধরতে পারলেন না ভিনিসিয়াসরা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে শেষ পর্যন্ত ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ব্রাজিল।
ডোরিভাল জুনিয়র যখন কোচের পদ থেকে ছাঁটাই হলেন তখনও ব্রাজিল দলকে রীতিমতো দিশেহারা মনে হচ্ছিল। আন্সেলোত্তি যে সেই দলকে রাতারাতি আমূল বদলে দেবেন সে আশা হয়তো কারও ছিল না। কিন্তু নতুন কোচের অধীনে ভিনিসিয়সরা কিছুটা উন্নতি করবেন, তেমন প্রত্যাশা তো ছিলই। কিন্তু এদিনের পারফরম্যান্সে সেই প্রত্যয় বা উন্নতির চেষ্টা, কোনওটাই দেখা গেল না। গোটা ম্যাচে গোলমুখী মাত্র ৩টি শট খেললেন ব্রাজিলের ফরওয়ার্ডরা। এর মধ্যে টার্গেটে মাত্র দুটি। যদিও ভিনিসিয়স অতি সহজ একটি সুযোগ নষ্ট না করলে ফলাফল অন্যরকম হত।
বরং গোটা ম্যাচেই ব্রাজিলের থেকে সাবলীল দেখাল ইকুয়েডরকে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে রীতিমতো চেপে ধরে তারা। ইকুয়েডর ফরওয়ার্ডরা গোলমুখে আর একটু সক্রিয়তা দেখালে আরও লজ্জায় পড়তে হত আন্সেলোত্তিকে। এই হতাশাজনক ড্রয়ের পর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপের বাছাই পর্বে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দুই নম্বরে। যদিও বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিলের সুযোগ পাওয়া নিয়ে এখনও কোনও সংশয় তৈরি হয়নি। কারণ দক্ষিণ আমেরিকা থেকে ছ’টি দেশ সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়।
অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীরা ড্র করলেও নিজেদের ভালো ফর্ম ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেই জুলিয়ান আলভারেজের একমাত্র গোলে চিলিকে হারিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোট পাওয়ার পর দেশের হয়ে আর খেলতে পারেননি মেসি। এদিন তিনি কামব্যাক করলেন। দ্বিতীয়ার্ধে ৩৩ মিনিট মাঠে ছিলেন মেসি। এদিন জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয়, ১ ড্র ও ৩ হারে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকল আর্জেন্টিনা। অবশ্য বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত করেছেন মেসিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.