ফাইল ছবি
স্টাফ রিপোর্টার: দেশের স্বার্থে অবসর ভেঙে ফিরেছিলেন। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে গোল করে বুঝিয়ে ছিলেন তাঁকে দলের এখনও কতখানি প্রয়োজন। অথচ সেই সুনীল ছেত্রীকেই জাতীয় শিবিরে ডাকলেন না ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল।
শুক্রবার আসন্ন কাফা নেশনস কাপের প্রস্তুতি শিবিরের জন্য ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেখানে নেই প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর নাম। কয়েক মাস আগে ঘটা করে অবসর ভাঙিয়ে তাঁকে যখন ফিরিয়ে আনা হয়েছিল, তখন যেন হাঁফ ছেড়ে বেঁচেছিলেন তৎকালীন কোচ। কিন্তু নতুন কোচের আমলে রাখাই হল না সুনীলকে। এদিন বেঙ্গালুরুতে যোগ দেন ২২ জন ফুটবলার। তবে ডুরান্ড চলার জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর এফসির মোট ১৩ জন ফুটবলার এদিন যোগ দেননি শিবিরে। ফেডারেশনের তরফে এই ক্লাবগুলোর কাছে অনুরোধ করা হয়েছে জাতীয় স্বার্থে তাদের ফুটবলারদের ছেড়ে দিতে।
ইস্টবেঙ্গলের থেকে ডাক পেয়েছেন আনোয়ার আলি, জিকসন সিং, নাওরেম মহেশ। মোহনবাগানের থেকে ডাক পেয়েছেন অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ ও বিশাল কাইথ। স্বাভাবিকভাই বোঝা যাচ্ছে, খালিদ আর পিছনের দিকে তাকাতে চাইছেন না। শিবিরে চমক আর এক সুনীল। আর্মির সুনীল বেঞ্চামিন। ডুরান্ডে জামশেদপুরের বিরুদ্ধে ভালো খেলার দৌলতে জাতীয় শিবিরে ডাক পেয়েছেন আর্মি রেডসের ডিফেন্ডার। এর পাশাপাশি ডিফেন্ডার অ্যালেক্স সাজি ও গোলকিপার অ্যালভিনো গোমস প্রথমবারের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.