Advertisement
Advertisement
Mrityunjay Banerjee

প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান, শ্রদ্ধা মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের

প্রাক্তন ফুটবলারের মৃত্যুতে ময়দানে শোকের ছায়া।

Former footballer Mrityunjay Banerjee passes away, Mohun Bagan secretary Srinjoy Bose pays tribute
Published by: Prasenjit Dutta
  • Posted:September 19, 2025 4:32 pm
  • Updated:September 19, 2025 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মাহত ময়দান! জীবনাবসান প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার সকালে গলফগ্রিনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মোহনবাগানের প্রাক্তন এই ফুটবলার। বয়স হয়েছিল ৮৬। তাঁর শবদেহ মোহনবাগান ক্লাব তাঁবুতে আসার পর সচিব সৃঞ্জয় বোস সবুজ-মেরুন পতাকা দিয়ে শ্রদ্ধা জানান।

Advertisement

পাঁচের দশকের শেষ থেকে ষাটের দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি মোহনবাগান দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। সবুজ-মেরুন রক্ষণভাগের এই স্তম্ভ সতীর্থ হিসাবে পেয়েছিলেন চুনী গোস্বামী, জার্নাল সিংদের। ১৯৬৩-৬৫ টানা তিনবার ডুরান্ড জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৬২ থেকে ১৯৬৫ – টানা চার বছর কলকাতা লিগ জিতেছিল মোহনবাগান। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়।

সন্তোষ ট্রফিতে তিনি বাংলা দলের হয়ে অনেকবার খেলেছেন। বহু সাফল্যের অংশীদার এই ফুটবলার ভারতীয় দলে খেলেছেন প্রাক অলিম্পিকে। ১৯৬৪ সালে এএফসি এশিয়ান কাপে রানার্স হয়েছিল ভারত। সেই দলে সৈয়দ নঈমউদ্দিন, অরুণ ঘোষ, জার্নাল সিং, চন্দ্রশেখর মেননদের সঙ্গে রক্ষণভাগ সামলেছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ও।

অবসরের পর সক্রিয়ভাবে মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন ভেটারেন্স ক্লাবের সঙ্গেও। প্রাক্তন ফুটবলারদের এই সংগঠনের পদাধিকারী ছিলেন বর্ষীয়ান এই ফুটবলার। শুক্রবার সকালে মোহনবাগান ক্লাব তাঁবুতে প্রাক্তন ফুটবলারের মৃতদেহ নিয়ে আসা হয়। সবুজ-মেরুন পতাকা এবং পুষ্পস্তবক দিয়ে তাঁকে শ্রদ্ধা জানান মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ও মোহনবাগান সহ-সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং কর্ম সমিতির অন্যান্য সদস্যরাও। ছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজনও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement