Advertisement
Advertisement
El Clasico

ভারতের মাটিতে প্রথমবার এল ক্লাসিকো! বার্সা-রিয়ালের হয়ে খেলবেন রিভাল্ডো-ফিগোরা

কবে, কোথায় হবে কিংবদন্তিদের মহাযুদ্ধ?

Former players like Figo, Rivaldo will play in El Clasico in India
Published by: Arpan Das
  • Posted:February 28, 2025 3:40 pm
  • Updated:February 28, 2025 3:40 pm   

শিলাজিৎ সরকার: প্রথমবার ভারতের মাটিতে এল ক্লাসিকো। আর তাতে চাঁদের হাট। রিভাল্ডো, ফিগো, ফার্নান্দো মোরিয়ান্তেসের মতো প্রাক্তন তারকারা খেলবেন ভারতে। আগামী ৬ এপ্রিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তিরা মুখোমুখি হবেন মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। প্রাক্তনীদের এল ক্লাসিকো ঘিরেও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Advertisement

এখানেই শেষ নয়। আরও অনেক ফুটবলার আসতে চলেছেন ভারতে। তবে সবার নাম এখনও জানানো হয়নি। ফুটবলের ঐতিহাসিক মহাযুদ্ধের সাক্ষী থাকতে চলেছে ভারত। এই দেশে লা লিগার উন্মাদনা কম নয়। দুই ক্লাবেরই প্রচুর সমর্থক রয়েছেন এখানে। আয়োজকদের তরফ থেকে বলা হচ্ছে, ‘প্রথমবার নিজেদের দেশেই ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী থাকবেন ক্রিকেটভক্তরা। এটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়। বিশ্বের ক্রীড়া জগতে ভারতকে সর্বসমক্ষে নিয়ে আসার একটা ধাপও বটে।’

এর আগে বার্সার কিংবদন্তিরা ২০১৮ সালে ভারতে খেলতে এসেছিলেন। রিয়াল মাদ্রিদের কিংবদন্তিরা এর আগে ভারতে আসেননি। ফলে প্রথমবার এল ক্লাসিকো হতে চলেছে। আর সেখানে খেলবেন ফিগো, রিভাল্ডোর মতো কিংবদন্তিরা। টিকিট কবে থেকে দেওয়া হবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে টিকিট পাওয়ার জন্য জোম্যাটোর মাধ্যমে নাম নিবন্ধীকরণ করতে হবে। 

ভারতে আসার আগে ২৩ মার্চ পুয়ের্তো রিকোয় মুখোমুখি হবেন কিংবদন্তিরা। এর আগে দোহায় এল ক্লাসিকো হয়েছিল। সেখানে ম্যাচ শেষ হয় ২-২ ব্যবধানে। সেই ম্যাচে বার্সেলোনার হয়ে খেলেছিলেন রোনাল্ডিনহো, দাভিদ ভিয়া, রিভাল্ডোরা। অন্যদিকে রিয়ালে ছিলেন ইকের কাসিয়াস, ফিগো, সিডর্ফরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ