Advertisement
Advertisement
Lionel Messi's India tour

সবুজ-মেরুন জার্সিতে আলভেজ-জন, লাল-হলুদে ডেকো-টাইগার শ্রফ! ‘গোট ডার্বি’তেও বড় চমক

মেসি একা নন, ভারত সফরে তাঁর সঙ্গে একাধিক তারকা থাকবেন।

Former stars to wear East Bengal and Mohun Bagan jersey In Lionel Messi's India tour
Published by: Subhajit Mandal
  • Posted:October 11, 2025 4:15 pm
  • Updated:October 11, 2025 4:16 pm   

দুলাল দে: ডিসেম্বরে মেসির ভারত সফর নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। মেসি যোগ দেবেন ‘গোট’ কনসার্টে। এই কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। কলকাতায় এই ‘গোট’ কনসার্টের অন্যতম অংশ হল মেসির সামনে ডার্বি ম্যাচ। এই ম্যাচে যে দুই দল অংশ নেবে তার নাম দেওয়া হয়েছে মোহনবাগান মেসি অলস্টারস ও ইস্টবেঙ্গল মেসি অলস্টারস। প্রাক্তন তারকা ফুটবলাররা তো থাকবেনই, তার সঙ্গে থাকবেন তারকারাও।

Advertisement

মোহনবাগান মেসি অলস্টারস দলের হয়ে ওই দিন মাঠে নামতে চলেছেন দানি আলভেজের মতো প্রাক্তন বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। শুধু আলভেজই নন, সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে বলিউড তারকা জন আব্রাহামকেও। মোহনবাগানের হয়ে যখন আলভেজ ও জনকে খেলতে দেখা যাবে, তখন ইস্টবেঙ্গল মেসি অলস্টারস দলের জন্যও রয়েছে চমক। লাল-হলুদ জার্সিতে মাঠে নামবেন পর্তুগিজ তারকা ডেকো ও অভিনেতা টাইগার শ্রফ। উল্লেখ্য, টাইগার শ্রফের ফুটবল প্রেম কারও অজানা নয়। একই সঙ্গে বলিউড স্টার জন আব্রাহামেরও ফুটবলপ্রেম সবার জানা। নিজে শুধু খেলেনই না, পাশাপাশি আইএসএলের একটি ফুটবল দলেরও কর্ণধার। এই মিনি ডার্বি যাঁরা জিতবেন তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বয়ং মেসি। শোনা যাচ্ছে যুবভারতীতে উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চনও।

মেসির এই ‘গোট’ কনসার্টের টিকিট নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। শুধু মেসি একা নন, ভারত সফরে তাঁর সঙ্গে একাধিক তারকার উপস্থিতি হতে চলেছে বলেই খবর। উদ্যোক্তাদের আশা, চোদ্দো বছর আগে প্রথমবার মেসি যখন এসেছিলেন, যা উন্মাদনা ছিল, তাকেও ছাপিয়ে যাবে এবারের এই মেসির ভারত সফর। এদেশে পা রাখার আগেই মেসি জানিয়ে দিয়েছেন, চোদ্দো বছর আগের সেই উন্মাদনার কথা তিনি আজও ভুলতে পারেননি। সব মিলিয়ে এখন থেকেই প্রহর গুনতে শুরু করে দিয়েছে শহর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ