দুলাল দে: সুপার কাপ খেলার জন্য ক্লাবগুলির কাছে সম্মতি চেয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ অনেক ক্লাব সুপার কাপে অংশগ্রহণ করার কথা বললেও ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি এবং হায়দরাবাদ অথবা মুম্বই সিটি এফসির মধ্যে একটি ক্লাব এখনও সুপার কাপ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
চারটে ক্লাবের থেকে এখনও সম্মতি না এলেও এরকমটা মনে করার নেই যে, পরে সম্মতি জানালে সুপার কাপে আর নেওয়া হবে না। মোহনবাগান খেলার কথা জানালেও কিছু শর্ত রেখেছে। সবুজ-মেরুনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে, এএফসির খেলার দিনক্ষণ দেখে সুপার কাপে মোহনবাগানের খেলা দিতে। সুপার কাপে খেলার সম্মতি দেওয়ার আগে ফেডারেশনের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিল ইস্টবেঙ্গল। যেখানে জানতে চাওয়া হয়েছিল, সুপার কাপে কতজন বিদেশি খেলানো যাবে। এএফসির স্লট থাকবে কি না? সুপার কাপে কতজন বিদেশি ফুটবলার খেলানো যাবে তা নিয়ে সরকারি ভাবে ফেডারেশন এখনও পর্যন্ত কিছু না জানালেও মোটামুটি যা জানা যাচ্ছে তাতে এবারের সুপার কাপে চারজন বিদেশি খেলার সম্ভাবনা।
ফেডারেশন থেকে এদিন সব ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এএফসির স্লট এবারেও পাওয়া যাবে। কিন্তু ক্লাবগুলির কাছে প্রশ্ন হল, সারা মরশুমে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলা হলে একমাত্র তবেই এএফসির স্লট পাওয়া যাবে। তা একমাত্র সম্ভব আইএসএল খেলা হলে। যা এখনও নিশ্চিত হয়নি, কবে থেকে হবে। বলা হয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে আইএসএল। কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এখন চলছে, কারা টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করবে সেই বেসরকারী সংস্থাটিকে বেছে নেওয়ার প্রক্রিয়া।
তবে আইএসএলের জন্য টেন্ডার প্রক্রিয়া এখনও শুরু না হলেও যা শোনা যাচ্ছে, দুবাইয়ের দুটি কোম্পানির সঙ্গে আগাম কথা বলছেন ফেডারেশন কর্তারা। যাতে দুটি সংস্থা আইএসএলের টেন্ডারের জন্য আবেদনপত্র জমা দেয়। যে দুটি কোম্পানীর সঙ্গে কথা হচ্ছে, তাদের মধ্যে একটি হল, দুবাইয়ের যে কোম্পানিটি এই মুহূর্তে কেরালা লিগ পরিচালনা করছে। দুবাইয়ের অন্য কোম্পানিটির নাম হল, ‘স্পোর্টস ফাইভ’ কোম্পানি। শোনা যাচ্ছে, এই দুটি কোম্পানি আইএসএলের জন্য টেন্ডারে অংশ নিতে আগ্রহী রয়েছে। এখন দেখার রিলায়েন্স কোনওভাবে এই টেন্ডারে অংশ নেয় কি না।
এদিকে আই লিগের টেন্ডারের জন্য একটি কমিটি গঠন করেছে ফেডারেশন। পাশাপাশি আই লিগের চ্যাম্পিয়ন হিসেবে ‘ক্যাস’ অনেক আগেই ইন্টার কাশীর নাম ঘোষণা করলেও, ফেডারেশন একটি কমিটি করে দিয়েছে, ‘ক্যাস’-এর নির্দেশনামা খতিয়ে দেখার জন্য। আশা করা যাচ্ছে, সোমবারের মধ্যেই জানা যাবে, আই লিগ না আইএসএল, কোথায় খেলবে ইন্টার কাশী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.